Coronavirus

ভারতে মৃত্যু বেড়ে ৪, মৃত্যু মেক্সিকো-রাশিয়াতেও: করোনা আপডেট একনজরে

চণ্ডীগড়ে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছে। করোনা রুখতে জমায়েতে রাশ টানতে চাইছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ১০:২৫
Share:

দিল্লির একটি হাসপাতালে ব্যস্ত চিকিৎসকরা। ছবি: পিটিআই

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আতঙ্ক। এ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক জনই। ইংল্যান্ড ফেরত সেই তরুণ। বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বুধবার প্রথম পরীক্ষায় ওই তরুণের বাবা, মা ও গাড়ির চালকের লালারসে করোনা সংক্রমণ অবশ্য মেলেনি। গোটা দেশের নিরিখে এ রাজ্যের ছবিটা তুলনামূলক ভাবে ভাল হলেও আতঙ্কে সাধারণ মানুষ। গণ পরিবহণেও সেই আতঙ্কের ছবিটা স্পষ্ট ধরা পড়েছে। বহু জায়গাতেই অফিস টাইমে ট্রেন বা বাস ফাঁকা থাকছে। ভিড় কমছে শহরের রাজপথেও।

Advertisement

বুধবার দেশে করোনা আক্রান্তে সংখ্যা ছিল ১৫১। তা এখন বেড়ে হয়েছে ১৭৩ জন। এর মধ্যেই পঞ্জাবে নওয়াশহরে ৭২ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনায়। এই নিয়ে দেশে করোনায় ৪ জনের মৃত্যু হল। ওই বৃদ্ধ তিনি জার্মানি ও ইটালি সফর করেছিলেন বলে জানা গিয়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে নতুন করে কয়েক জন সংক্রামিত হয়েছেন। গোটা দেশে নিরিখে মহারাষ্ট্রে সংক্রমণ এখনও পর্যন্ত সর্বাধিক। চণ্ডীগড়েও প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছে। করোনা রুখতে জমায়েতে রাশ টানতে চাইছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। তাই উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাশ্মীরে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। বন্ধ করা হয়েছে তিরুপতি মন্দিরও।

আরও পড়ুন: আইসোলেশন ওয়ার্ড থেকে ঝাপ, করোনা আতঙ্কে দিল্লিতে আত্মহত্যা​

Advertisement

চিনের পর, করোনা-পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ইটালিতে। সেখানে এক দিনেই ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। যা এই মুহূর্তে সর্বোচ্চ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেখানে আটকে পড়া প্রবাসী ভারতীয়দের উদ্ধারের পরিকল্পনা করছে বিদেশ মন্ত্রক। আমেরিকায় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১০ হাজার। মৃত্যু হয়েছে ১৫০ জনের। আক্রান্ত হয়েছেন মার্কিন কংগ্রেসের এক সদস্যও। উহানে অবশ্য এই প্রথম নতুন করে কোনও সংক্রমণের খবর নেই বলেই জানিয়েছে চিনা সরকার। তবে বেজিংয়ে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনার সংক্রমণ ছড়িয়েছে মালয়েশিয়াতেও। ইতিমধ্যেই দু’সপ্তাহের জন্য ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে পাক সরকার। এই রোগে প্রথম মৃত্যু ঘটেছে মেক্সিকো ও রাশিয়াতেও। বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁয়েছে। গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ।

আরও পড়ুন: আমার করোনা ডায়েরি​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন