Corona Update India

Corona in India: দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮,৩২৯, মৃত্যু ১০

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০,৩৭০ জন। দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২২ ০৯:১১
Share:

দেশে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। ফাইল চিত্র।

দেশে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮, ৩২৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। রবিবার এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা সংক্রান্ত বুলেটিন।

Advertisement

বিশ্বব্যাপী আবার বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকটি দেশে শুরু হয়েছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। মূলত তীব্র সংক্রামক ওমিক্রনের কারণেই এই লাগামছাড়া সংক্রমণ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। যেমন, চিনে স্কুল খুললেও পড়ুয়ারা যাচ্ছে না। যার ফলে আবারও অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে।

Advertisement

ভঙারতে মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যগুলিতে আবার মাথাচাড়া দিচ্ছে করোনা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪,৩২,১৩৪৩৫। শনিবার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২৪,৭৫৭ জনের।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০,৩৭০ জন। দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি টিকাকরণ হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন