Coronavirus in India

মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধির জের, ফের দেশে দৈনিক সংক্রমণ ১৪ হাজারের ঘরে

শনিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৭৭ হাজার ৩৮৭।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গত কয়েক দিন ধরেই দেশে সংক্রমণের গ্রাফটা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তার মধ্যে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র। গোটা দেশে যখন করোনার গ্রাফ নামতে শুরু করেছে, এই রাজ্যে সংক্রমণ প্রতি দিন বাড়ছে। যার জেরে দেশের মোট সংক্রমণের সংখ্যাও বেড়েছে গত কয়েক দিন ধরে।

Advertisement

শনিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ৭৭ হাজার ৩৮৭।

দৈনিক সংক্রমণের পাশাপাশি, সক্রিয় রোগীর সংখ্যাও বেশ খানিকটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ১২৭। প্রতি দিন যত জনের কোভিড পরীক্ষা হয়, তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে বলা হয় পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৮৬ হাজার ৬১৮ জনের কোভিড পরীক্ষা হয়েছে। ফলে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১.৭৮ শতাংশ।

Advertisement

দৈনিক সুস্থতার হারও সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী সুস্থতার হার ৯৭.২৭ শতাংশ। মৃত্যুর সংখ্যাটাও ফের একশোর ঘর ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ২১২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন