Coronavirus

প্লাজ়মায় সুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, পাঁচ লক্ষে ভারত 

বিশেষজ্ঞদের একাংশের মতে, নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না-হওয়া পর্যন্ত গুরুতর অসুস্থদের ক্ষেত্রে প্লাজ়মা থেরাপি যে যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে, ক্রমশ তা প্রমাণিত হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ০৪:৫৭
Share:

প্লাজমা থেরাপিতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। —ফাইল চিত্র

‘রেকর্ড’ শব্দটা ক্রমশ ফিকে হয়ে আসছে। কারণ, ভারতে প্রত্যেক দিনই ‘২৪ ঘণ্টায় এ পর্যন্ত সর্বাধিক’ রোগী করোনায় সংক্রমিত হচ্ছেন। গত কাল নতুন রোগীর সংখ্যা ছিল ১৬,৯২২। আজ তা হল ১৭,২৯৬। আরও ৪০৭ জনের মৃত্যুতে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ হাজার পেরোল।

Advertisement

আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪.৯০ লক্ষেরও বেশি। তবে সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবারই আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। রোগীর সংখ্যা ৩ থেকে ৪ লক্ষ হয়েছিল ৮ দিনে। ৪ থেকে ৫ লক্ষে পৌঁছল মাত্র ৬ দিনে। রাত পর্যন্ত বিভিন্ন রাজ্যে রোগী বৃদ্ধির সংখ্যা হিসেব করে সংবাদ সংস্থা যদিও বলছে, সংখ্যাটা আজই ৫ লক্ষ পেরিয়ে গিয়েছে।

দেশে গোষ্ঠী-সংক্রমণের তত্ত্ব কেন্দ্র না-মানলেও গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত আজ জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে গোষ্ঠী-সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আয়ুর্বেদ চিকিৎসকের ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘‘রাজ্যের সমস্ত জায়গা থেকে রোগী পাওয়া যাচ্ছে। গোষ্ঠী-সংক্রমণ যে হয়েছে, এটা মানতে হবে।’’

Advertisement

সুস্থের সংখ্যা (২.৮৫ লক্ষ) এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যা (১.৮৯)-র মধ্যে ব্যবধান প্রায় এক লক্ষ হতে চলেছে। সুস্থতার হারও বেড়ে হয়েছে ৫৮.২৪%। আশাব্যঞ্জক পরিসংখ্যান এই দু’টিই। দেশে পরীক্ষার সংখ্যা দৈনিক চার লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে আইসিএমআর।

আশার আরও একটি খবর হল, প্লাজ়মা থেরাপিতে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কোভিড থেকে সেরে ওঠা এবং হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়ে যাওয়া। সপ্তাহখানেক আগেই আশঙ্কাজনক অবস্থা ছিল জৈনের। সেই সময়ে সেরে-ওঠা কোভিড রোগীর অ্যান্টিবডি-সমৃদ্ধ প্লাজ়মা বা রক্তরস দেওয়া হয় তাঁকে। দু’দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে থাকেন জৈন। বিশেষজ্ঞদের একাংশের মতে, নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না-হওয়া পর্যন্ত গুরুতর অসুস্থদের ক্ষেত্রে প্লাজ়মা থেরাপি যে যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে, ক্রমশ তা প্রমাণিত হচ্ছে। বস্তুত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আজই জানিয়েছেন, সরকারি হাসপাতালে ভর্তি ২০০ জন রোগীকে প্লাজ়মা দেওয়ার অনুমতি পেয়েছে তাঁর সরকার।

এ দিকে, কংগ্রেসের বর্ষীয়ান মুখপাত্র ও আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সস্ত্রীক করোনা-সংক্রমিত হয়েছেন। গৃহ-নিভৃতবাসে রয়েছেন তাঁরা। জ্বরের মতো হাল্কা উপসর্গ রয়েছে সিঙ্ঘভির। সঞ্জয় ঝা-র পরে তিনি কংগ্রেসের জাতীয় পর্যায়ের দ্বিতীয় নেতা, যিনি করোনায় আক্রান্ত হলেন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৩৩৯০ জনের নতুন সংক্রমণ ও ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। কেজরীবাল এই প্রসঙ্গে বলেছেন, ‘‘রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা আগের চেয়ে তিন গুণ বাড়ানো হয়েছে বলেই বেশি রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। আতঙ্কের কারণ নেই।’’ তবে ৩১ জুলাই পর্যন্ত রাজধানীতে স্কুল বন্ধই থাকবে। বিভিন্ন হোটেলে সাড়ে তিন হাজার আইসোলেশন-শয্যার পাশাপাশি দিল্লির তিনটি সরকারি হাসপাতালে বিরাট সংখ্যায় আইসিইউ শয্যা বাড়ানো হচ্ছে। একটি ব্যাঙ্কোয়েট হল-কে ১০০ শয্যার কোভিড সেন্টার করা হয়েছে। সেখানে রোগীদের পয়সাও লাগছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন