Coronavirus in India

এ বার বিহারের গ্রাম থেকে হিমালয় দর্শন, দেখুন কী বলছেন গ্রামবাসীরা

বিহারের সীতামরহি জেলার সিংহবাহিনী গ্রামের মানুষ সোমবার সকালে ঘুম উঠে খেয়াল করেন, দূরে পাহাড় পর্বত দেখা যাচ্ছে। পরে তাঁরা বুঝতে পারেন, এটা হিমালয়ের মাউন্ট এভারেস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৭:৩৯
Share:

বিহারের গ্রাম থেকে তোলা এভারেস্টের ছবি। ছবি: টুইটার থেকে নেওয়া।

এর আগে পঞ্জাবের গ্রাম থেকে দেখা গিয়েছিল হিমালয়ের চূড়া। সে বার লকডাউন শুরু দিন কয়েক পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়াভাইরাল হয়েছিল। এবার একই রকম ছবি উঠে এল বিহারের এক গ্রাম থেকে।

Advertisement

বিহারের সীতামঢ়ী জেলার সিংহবাহিনী গ্রামের মানুষ সোমবার সকালে ঘুম উঠে খেয়াল করেন, দূরে সাদা বরফে ঢাকা পর্বত দেখা যাচ্ছে। পরে তাঁরা বুঝতে পারেন, এটা হিমালয়ের চূড়া। গ্রামের মানুষ এখন বাড়ির ছাদে উঠলেই হিমালয়ের দর্শন পাচ্ছেন। গ্রামের অনেকে দাবি করছেন এটি মাউন্ট এভারেস্ট।

এই গ্রাম থেকে হিমালয় কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রাম থেকে ১৯৮০-র দশকে নাকি হিমালয়ের চূড়া দেখা যেত। কিন্তু দূষণের কারণে তার পর আর সেটা সম্ভব হয়নি। এখন লকডাউনে কল-কারখানা, যানবাহন সব বন্ধ। তাই বাতাসে ধোঁয়া, ধূলোর পরিমাণ এতটাই কমে গিয়েছে যে, ফের এই গ্রামের মানুষ ঘরে বসে হিমালয় দেখতে পাচ্ছেন।

Advertisement

আরও পড়ুুন: বাইক চালিয়ে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের!

এই এলাকার গ্রামপঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়াল গ্রাম থেকে তোলা হিমালয়ের ছবি পোস্ট করেছেন টুইটার হ্যান্ডলে। সেখানে হিন্দিতে তিনি লিখেছেন, “আমরা এখন বাড়ির ছাদ থেকে এভারেস্ট দেখতে পাচ্ছি।”

আরও পড়ুুন: দেশের সব থেকে ধনী দেবতার মন্দিরে কাজ হারালেন ১৩০০ কর্মী

ঋতুর এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর রিটুইট হয়েছে তাঁর পোস্টটি, তার মধ্যে ভেরিফায়েড হ্যান্ডল থেকেও রিটুইট রয়েছে। সেই সঙ্গে সমানে লাইক ও কমেন্টও পড়ছে। তবে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, বিহারের এই গ্রাম থেকে হিমালয়ের যে চূড়া দেখা যাচ্ছে, তা কি সত্যিই মাউন্ট এভারেস্ট। তাঁদের দাবি এই গ্রাম থেকে এভারেস্ট দেখা সম্ভব নয়।

দেখুন সেই পোস্ট:

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন