Coronavirus in India

জামাত-ফেরতের বিরুদ্ধে অভিযোগ

আজ পুলিশ জানিয়েছে, দিল্লিতে জামাতের সম্মেলনে যোগ দেওয়ার পরে ওই ব্যক্তি আরও কয়েকটি জায়গায় যান। সেই তথ্য তিনি গোপন করেছিলেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০৫:১৩
Share:

শ্রীনগরে ছড়ানো হচ্ছে জীবাণুনাশক।—ছবি পিটিআই।

দিল্লিতে তবলিগি জামাতের সম্মেলনে যোগ দিয়ে ফেরা এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করল জম্মু-কাশ্মীর পুলিশ। করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে জম্মু-কাশ্মীরে এই প্রথম এফআইআর হল।

Advertisement

আজ পুলিশ জানিয়েছে, দিল্লিতে জামাতের সম্মেলনে যোগ দেওয়ার পরে ওই ব্যক্তি আরও কয়েকটি জায়গায় যান। সেই তথ্য তিনি গোপন করেছিলেন। পরে তাঁর দেহে কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। তাঁকে কোয়রান্টিনে রাখা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে বান্দিপোরা থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। অবহেলার ফলে প্রাণঘাতী রোগ ছড়ানোর মতো বেশ কয়েকটি অভিযোগ এনেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির দু’বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে

পুলিশ জানিয়েছে, যাঁরা এ ভাবে ভ্রমণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন তাঁদের খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমারের বক্তব্য, ‘‘কাশ্মীরের বাসিন্দাদের সুরক্ষায় কোনও ফাঁক বরদাস্ত করা হবে না। তবে যাঁরা ভ্রমণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন তাঁরা যদি এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেন তা

Advertisement

হলে আমরা কোনও আইনি পদক্ষেপ করব না।’’

অন্য দিকে আগামিকাল, শুক্রবার থেকে উপত্যকা জুড়ে কড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে চায় জম্মু-কাশ্মীর প্রশাসন। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত তা কার্যকর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন