coronavirus

আক্রান্ত ৬৩ লক্ষ পেরোল ভারতে

৬৩ লক্ষে ভারত। ৭৪ লক্ষে আমেরিকা। দেশে যে-হারে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে, তাতে চলতি মাসেই বিশ্ব-তালিকার শীর্ষে ভারতের উঠে আসা সম্ভব বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৪:৩১
Share:

দূরত্ব-বিধি না মেনেই থিকথিকে ভিড় স্টেশনে। বৃহস্পতিবার জবলপুরে। পিটিআই

৬৩ লক্ষে ভারত। ৭৪ লক্ষে আমেরিকা। দেশে যে-হারে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে, তাতে চলতি মাসেই বিশ্ব-তালিকার শীর্ষে ভারতের উঠে আসা সম্ভব বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

Advertisement

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ, ২৮ সেপ্টেম্বর ৬০ লক্ষ পেরোয়। অর্থাৎ ১০ লক্ষ রোগী বেড়েছে ১২ দিনে। ‘আনলক-৫’-এ মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক-সহ বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। আসন্ন উ‌ৎসবে ভিড়ও বাড়বে রাস্তাঘাটে। ফলে সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তা থাকছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৬,৮২১ জন— একই সময়ে সুস্থের সংখ্যার চেয়ে হাজারখানেকের সামান্য বেশি। মৃত্যু ফের ১১০০ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যদিও বক্তব্য, দেশে সুস্থ কোভিড রোগীর সংখ্যা ৫২.৭৩ লক্ষ, যা অ্যাক্টিভ রোগীর সংখ্যার ৬ গুণের কাছাকাছি। সুস্থতার হার ৮৩.৫৩ শতাংশ। মৃত্যুহার ১.৫৬ শতাংশে নেমেছে। গত কাল ১৪ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

Advertisement

আরও পড়ুন:সুস্থতার হার বাড়লেও রাজ্যে করোনায় মৃত্যু ছাড়াল ৫ হাজারের গণ্ডি​

কেন্দ্রীয় সরকারের অব্যবস্থার ফলেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ছ’জন অবসরপ্রাপ্ত আমলা। তাঁদের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা জনস্বার্থ মামলায় এই বিষয়ে নিরপেক্ষ কমিশনের তদন্ত চাওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি খারিজ করে দিয়ে কোর্ট বলেছে, বিষয়টি মতামত-নির্ভর। এ ক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করা অনুচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement