Rashtrapati Bhavan

সংক্রমিত সংসদ-কর্মীও

গোটা দেশে যখন করোনা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, তখনও সংসদ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে অধিবেশন কক্ষের ভিতরে ও বাইরে সরব হয়েছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ০৫:০৭
Share:

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত এ বার সংসদের কর্মী। লোকসভার এক হাউসকিপার রাজেন্দ্র সিংহ রাঠি করোনায় সংক্রমিত বলে জানা গিয়েছে। ২৩ মার্চ সংসদ মুলতুবি হওয়ার পর থেকেই তিনি লকডাউনের কারণে গৃহবন্দি ছিলেন। দিন দশেক আগে জ্বর-কাশি দেখা দেওয়ায় রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়েছিলেন দেখাতে। ১৮ এপ্রিল ফের অসুস্থ হয়ে হাসপাতালে গেলে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। গত কালের রিপোর্টে দেখা যায় করোনা পজ়িটিভ। খবরটা প্রকাশ্যে আসার পরই সরব হয়েছে তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা প্রথম থেকে বলে এসেছিলাম, সংসদ মুলতুবি করে দেওয়া হোক। কিন্তু সরকার আমাদের কথা তখন শোনেনি। আমরা যখন মাস্ক পরে রাজ্যসভায় ঢুকি, বলা হয় মাস্ক খুলে আসতে।’’

Advertisement

গোটা দেশে যখন করোনা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, তখনও সংসদ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে অধিবেশন কক্ষের ভিতরে ও বাইরে সরব হয়েছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার নেতারা। সূত্রের খবর, সে সময় তৃণমূল নেতা সৌগত রায়ের সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছিল প্রধানমন্ত্রীর। সৌগতবাবু জানিয়েছিলেন যে, মোদী তাঁকে বলেছেন কাজ তো চালিয়ে যেতেই হবে। বিরোধীদের বক্তব্য ছিল, মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য সেখানকার বিধানসভা মুলতুবি করার বিরোধিতা করেছে বিজেপি। সে কারণেই করোনার ঝুঁকি নিয়েও লকডাউনের আগে পর্যন্ত সংসদ অধিবেশন চালিয়ে গিয়েছে মোদী সরকার।

আরও পড়ুন: গুণমান নিয়ে প্রশ্ন, চিনা কিটে আপাতত করোনা-পরীক্ষা বন্ধের নির্দেশ

Advertisement

আরও পড়ুন: ছেলে কাঁধে ৩০০ মাইল হেঁটে গ্রামে ফিরেও ‘ঘর’ পেলেন না দয়ারাম


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন