Rahul Gandhi

অমেঠীতে সাহায্য রাহুলের

স্মৃতিকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, রাহুল অমেঠীতে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ০৪:৫৮
Share:

ছবি: পিটিআই।

উনিশের ভোটে অমেঠী থেকে হারলেও ২০ বছর সেখানকার সাংসদ ছিলেন রাহুল গাঁধী। অমেঠীর সঙ্গে গাঁধী পরিবারেরও পুরনো সম্পর্ক। তাই করোনা-মোকাবিলায় অমেঠীর মানুষের জন্য মাস্ক, স্যানিটাইজ়ার, সাবান পাঠিয়েছেন তিনি। এর আগে চাল ও গমও পাঠিয়েছিলেন রাহুল। আর প্রাক্তন হয়েও রাহুলের এই কাজের জন্য বিষয়টি নিয়ে কংগ্রেসের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয়েছে অমেঠীর বর্তমান সাংসদ স্মৃতি ইরানির।

Advertisement

স্মৃতিকে কটাক্ষ করে কংগ্রেস বলেছে, রাহুল অমেঠীতে দায়িত্ব পালন করেছেন। আর অমেঠীর সাংসদ অন্ত্যাক্ষরী খেলছেন! লকডাউন পর্ব শুরু হওয়ায় পরে স্মৃতি সোশ্যাল মিডিয়ায় গানের লড়াই চালু করেছিলেন। এ নিয়ে কংগ্রেসকে স্মৃতির জবাব, “৭৫,৪১৩ জন প্রবীণ, ৪,৪৫৪ জন শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। ২ লক্ষের বেশি গরিবকে রেশন দেওয়া হয়েছে। কিন্তু এ সব আপনারা মানবেন কী করে?’’ রাহুল তাঁর বর্তমান সংসদীয় কেন্দ্র কেরলের ওয়েনাডে থার্মাল স্ক্যানার পাঠিয়েছেন। তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২.৬৬ কোটি টাকা করোনা-মোকাবিলায় বরাদ্দ করার জন্য জেলাশাসককে অনুরোধ জানিয়েছেন। এ বার অমেঠীতে ১২ হাজার স্যানিটাইজ়ার, ২০ হাজার মাস্ক, ১০ হাজার সাবান পাঠিয়েছেন।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন