তৈরি হবে রেমডেসিভিয়ার
Coronavirus in India

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ, তৎপরতা ওষুধ তৈরিতে

ওষুধের ঘাটতির সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় সংস্থাগুলিকে দ্রুত অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি ও বিপণনের ছাড়পত্র দেওয়া হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৪:৫৫
Share:

ছবি পিটিআই।

দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩ লক্ষ থেকে ৪ লক্ষে পৌঁছতে সময় লাগল মাত্র ৮ দিন! ফের রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন ১৫,৪১৩ জন। মৃত ৩০৬ জন। তবে একই সময়ে সুস্থের সংখ্যা বেড়েছে ১৩,৯২৫ জন। মোট সুস্থের সংখ্যা ২.২২ লক্ষ, অ্যাক্টিভ রোগী প্রায় ১.৬৯ লক্ষ।

Advertisement

ওষুধের ঘাটতির সম্ভাবনা মাথায় রেখে ভারতীয় সংস্থাগুলিকে দ্রুত অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি ও বিপণনের ছাড়পত্র দেওয়া হচ্ছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) গত পরশু গ্লেনমার্ক সংস্থাকে ফ্যাভিপিরাভির-সমৃদ্ধ ‘ফ্যাবি-ফ্লু’ ওষুধ তৈরি ও বিক্রির সবুজ সঙ্কেত দিয়েছিল। এর পরে গত কাল আরও দুই ভারতীয় সংস্থা সিপলা এবং হেটেরো-কে রেমডেসিভিয়ার তৈরি ও বিক্রির অনুমতি দিয়েছে তারা। সিপলা-র ওষুধটির ব্র্যান্ড নেম হবে ‘সিপ্রেমি’। হেটেরো-র ওষুধের নাম ‘কোভিফর’।

হাসপাতালে ভর্তি এবং মাঝারি উপসর্গের যে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে, শুধু তাঁদের ক্ষেত্রেই রেমডেসিভিয়ার প্রয়োগ করা যাবে। আজও ‘জরুরি পরিস্থিতিতে ওষুধটির নিয়ন্ত্রিত ব্যবহার’-এর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। ওষুধ দিতে হলে রোগীর লিখিত অনুমতি লাগবে। ওষুধ দেওয়ায় কোনও বিরূপ ফল হচ্ছে কি না, পরীক্ষামূলক প্রয়োগে কী ফল মিলছে, সেই তথ্য সরকারকে জানাতে হবে। তাৎপর্যপূর্ণ ভাবে আজই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র মহাসচিব ভ্লাদিমির নোরভ বলেছেন, ‘‘কার্যত সারা বিশ্বের ঔষধালয়ের ভূমিকা নিয়েছে ভারত।’’

Advertisement

আরও পড়ুন: করোনা দমনে ফ্যাভিপিরাভির উৎপাদনে ছাড়পত্র দিল ভারত

মোট সংক্রমণের নিরিখে রাজ্যগুলির মধ্যে তিন নম্বরে থাকা দিল্লিতে আক্রান্তের সংখ্যা আজ সকাল পর্যন্ত ৫৬,৭৪৬ জন। দু’নম্বরে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা এর থেকে মাত্র ৯৯ বেশি। আজও দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি সপ্তাহে এই নিয়ে তিন বার কেজরীবালের সঙ্গে বৈঠক হল তাঁর।

দিল্লির কন্টেনমেন্ট-কৌশল নিয়ে নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) বি কে পল আজ একটি রিপোর্ট জমা দেন। দিল্লিতে কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা এখন প্রায় ৪৫০। রিপোর্টে বলা হয়েছে, কন্টেনমেন্টে এলাকার নতুন করে সীমা নির্ধারণ হোক। ভিতরের গতিবিধির উপরে কড়া নজর রাখা এবং কনট্যাক্ট ট্রেসিংয়ের ব্যবস্থা হোক। সেই সঙ্গে কন্টেনমেন্টের বাইরে প্রতি ঘরে নজরদারির সুপারিশও করা হয়েছে। ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে ২০ হাজার মানুষের রক্তের নমুনা পরীক্ষা হবে।

আরও পড়ুন: আতঙ্ক নয়, গ্রামবাসীদের বোঝাচ্ছেন করোনা-জয়ী রফিক

কোভিডে আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের প্লাজ়মা থেরাপির পরে অবস্থার উন্নতি হয়েছে। সংক্রমণের আশঙ্কা রয়েছে, সারা দেশে এমন ২২.১২ লক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য ৫০ লক্ষ টাকা বিমার সুবিধা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র। আগে জুন পর্যন্ত এই বিমা দেওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement