Coronavirus in India

করোনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ

বিপ্লবকুমার দেব গত ৭ মে মুখ্যমন্ত্রী ওই ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০১:৫২
Share:

—ফাইল চিত্র।

করোনা আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা তিনটি কিস্তিতে মিটিয়ে দেবে ত্রিপুরা সরকার। প্রথম দুই কিস্তি তিন লক্ষ টাকা করে এবং শেষ কিস্তিতে বাকি চার লক্ষ। এখনও পর্যন্ত ত্রিপুরায় ৮৩ জনের মৃত্যু হয়েছে কোভিডে। রাজ্য সরকার ইতিমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ করেছে। স্বাস্থ্য দফতর মৃতের তালিকা সংগ্রহ করেছে।

Advertisement

বিপ্লবকুমার দেব গত ৭ মে মুখ্যমন্ত্রী ওই ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। এক সরকারি কর্তা জানিয়েছেন, করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মৃত্যু হলে সাধারণ নাগরিকদের পাশাপাশি কোভিড-যোদ্ধা চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিকস, পুলিশ, সাংবাদিক, সাফাইকর্মী,, আইসিপি স্টাফ, আশা কর্মী, প্রশাসনিক কর্মী বা আধিকারিকদের পরিবারও পাবে এই ক্ষতিপূরণ।

Advertisement

কংগ্রেসের সহসভাপতি তাপস দে বলেন, “টাকাটা পেলে তবে বিশ্বাস হবে। কারণ আগেও সরকার এই রকম প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তবায়িত হয়নি। এত দিনেও ক্ষতিপূরণ না পাওয়াটাই দুর্ভাগ্যজনক।” সিপিমের রাজ্য সম্পাদক গৌতম দাস মৃতের পরিবারকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছিলেন। কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ায় ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন