coronavirus lockdown

দেশকে চাঙ্গা করতে চাই বড়সড় আর্থিক প্যাকেজ, রাহুলকে জানালেন অভিজিৎ বিনায়ক

‘‘আবেদনের সঙ্গে সঙ্গেই এখন রেশন কার্ড দিতে হবে’’, বলেছেন অভিজিৎ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০২০ ১০:৪১
Share:

ভিডিয়ো কলে রাহুল গাঁধীকে করোনা পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। -ফাইল ছবি।

লকডাউন চলার সময় রেশন কার্ড পাওয়ার জন্য যিনিই আবেদন জানান, যত তাড়াতা়ড়ি সম্ভব এখন তাঁর হাতে রেশন কার্ড পৌঁছে দিতে হবে। ভিডিয়ো কলে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে মঙ্গলবার এই পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। লকডাউন চলার সময় ও তা উঠে যাওয়ার পর গরিব মানুষের জন্য ব়ড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন অভিজিৎ।

Advertisement

করোনা পরিস্থিতির প্রেক্ষিতে দেশের গভীর অর্থনৈতিক সঙ্কট ও তার থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজনের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন রাহুল। এ দিন সকালে রাহুল কথা বলেন অভিজিতের সঙ্গে।

কংগ্রেস সূত্রের খবর, সেই কথোপকথনের সময় রাহুলকে অভিজিৎ বলেছেন, ‘‘পুনরুজ্জীবনের জন্য এখন ভারতবাসীর প্রয়োজন বড়সড় আর্থিক প্যাকেজ। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি।’’

Advertisement

এ ছাড়াও গরিব মানুষ যাতে নিয়মিত রেশন পান, সে দিকেও নজর রাখাটা এখন খুব জরুরি বলে রাহুলকে স্মরণ করিয়ে দেন অভিজিৎ। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘‘এখন যিনি রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন জানাবেন, তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব রেশন কার্ড দিতে হবে। দেরি করলে চলবে না।’’

আরও পড়ুন: কোন জেলায় করোনা আক্রান্ত কত, মৃত কত, তালিকা দিল রাজ্য সরকার

আরও পড়ুন: কেন্দ্রীয় সহায়তা চায় তৃণমূল, বিজেপি রাজ্যে

করোনা সঙ্কট মোকাবিলায় আর কী কী ভাবে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা যায়, রাহুলকে সে ব্যাপারেও অভিজিৎ অনেক পরামর্শ দিয়েছেন বলে কংগ্রেস সূত্রের খবর। অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য ভারতের কী ভাবে এগনো উচিত রাহুলকে তারও একটি রূপরেখা দিয়েছেন অভিজিৎ।

গত সপ্তাহে বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজনেরও পরামর্শ নিয়েছিলেন রাহুল। রাজন অবিলম্বে ৬৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন