coronavirus

COVID in India: এক লাফে প্রায় ৩৬% বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৩৩% বেড়ে ফের ৫০০ ছুঁইছুঁই মৃত্যু

প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল ২৮ হাজারে। বুধবার তা ফের বেড়ে হল ৩৮ হাজার ৩৫৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ০৯:৩৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল ২৮ হাজারে। বুধবার তা ফের বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন।

দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। যদিও বাড়লেও তা ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বাড়লেও সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। মঙ্গলবারই তা ৪ লক্ষের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।

রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি রয়েছে। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৬০৯। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮৯৩), অন্ধ্রপ্রদেশ (১,৪৬১), কর্নাটক (১,৩৩৮), ওড়িশা (১,০৪১) এবং অসম (৯২৯)। দেশের বাকি রাজ্যগুলিতে সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন