Coronavirus in India

COVID in India: ২৪ ঘণ্টায় বৃদ্ধি প্রায় ৩৫%, দেশে কোভিড সংক্রমণে বিশাল লাফ, বাড়ছে ওমিক্রন আক্রান্তও

দেশে ১ হাজার ৪৩১ জন ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ২৩টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের এই নতুন রূপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১০:০৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত চার দিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। শুক্রবার তা ছিল ১৬ হাজার ৭৬৪। অর্থাৎ শুক্রবারের তুলনায় শনিবার ৩৫ শতাংশ বেড়েছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৮ লক্ষ ৬১ হাজার ৫৭৯ জন।

Advertisement

দেশে কোভিড আক্রান্তের পাশাপাশি করোনাভাইরাসের ওমিক্রন রূপেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশে ১ হাজার ৪৩১ জন ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ২৩টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সাম্প্রতিক রূপ। ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে (৪৫৪) রাজধানী দিল্লিতে ৩৫১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১১৮), গুজরাত (১১৫), কেরল (১০৯), রাজস্থান (৬৯), তেলঙ্গানা (৬২), হরিয়ানা (৩৭), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৭), পশ্চিমবঙ্গ (১৭) এবং ওড়িশা (১৪)। বাকি রাজ্যগুলিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০-এর কম।

আক্রান্তের পাশাপাশি শনিবার দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০৬ জন। এই মৃত্যুর অধিকাংশই অবশ্য কেরলে। ওমিক্রন আক্রান্তদের মধ্যে দেশের প্রথম মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তেই দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ১০ হাজারেরও বেশি বেড়ে তা ফের এক লক্ষ ছাড়িয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৭৮১ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement