Coronavirus Update

COVID in India: ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৩২ হাজার, দৈনিক মৃত্যু কমে ২৮২

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ১০:০৯
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দু’দিন পর ফের ৩০ হাজার ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন । তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে দেশে প্রাণ হারিয়েছেন ২৮২ জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ জনের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষাধিক। দৈনিক সংক্রমণের হারও দুই শতাংশ ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে মাত্র ৩৪৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১ হাজার ৬৪০ জন।

দেশে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের বেশি। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১ হাজার ৬৮২ এবং ১ হাজার ৩৬৫। কর্নাটকে বৃহস্পতিবারও আক্রান্ত হাজারের নীচেই রইল। তবে মিজোরামের সংক্রমণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৪ জন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন