Coronavirus in India

COVID in India: গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, বিপুল বৃদ্ধি মৃত্যুতেও

দৈনিক আক্রান্তের পাশাপাশি বুধবার বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের জেরে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১০:০৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। সোম এবং মঙ্গলবার ২৫ হাজারের ঘরে থাকলেও বুধবার তা ফের ৩৭ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৩৬৬।

আক্রান্তের পাশাপাশি বুধবার বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের, কেরলে ১৭৩ জনের এবং ওড়িশায় ৬৭ জনের। এই তিনটি রাজ্যেই দৈনিক মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি।

Advertisement

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ায় গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৭৬। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ২২ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরলে (২৪,২৯৬)। এর পর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৪,৩৫৫), তামিলনাড়ু (১,৫৮৫), কর্নাটক (১,২৫৯), অন্ধ্রপ্রদেশ (১,২৪৮)। দেশের দৈনিক সংক্রমণের সিংহভাগই হচ্ছে এই রাজ্যগুলি থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন