Coronavirus in India

COVID in India: মার্চের পর প্রথম বার, সাড়ে ১২ হাজারের নীচে নামল দেশের আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। যার মধ্যে ২৮১ জনই কেরলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১০:৪৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

সাড়ে ১২ হাজারের নীচে নামল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। ২ মার্চ শেষ বার দেশের দৈনিক সংক্রমণ ছিল এতটা কম। সে দিন দেশে আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ২৮৬ জন। অর্থাৎ সাড়ে সাত মাসেরও বেশি সময় পর সংক্রমণ এতটা কম হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২ জন।

Advertisement

আক্রান্ত কম হলেও দৈনিক মৃত্যু সাড়ে ৩০০-র বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। যার মধ্যে ২৮১ জনই কেরলের। সংক্রমণ কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৩ হাজার ৮৭৯ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬ জন।

দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন কেরলে। তবে আগের তুলনায় সেখানে আক্রান্ত অনেক কমেছে। তামিলনাড়ুতে হাজারের বেশি থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশেও ৫০০-র নীচে নেমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৮৯ জন। গত বছর মার্চ মাসের পর এই প্রথম বার এতটা কমল আক্রান্তের সংখ্যা। অধিকাংশ রাজ্যে আক্রান্ত কমলেও দুর্গাপুজোর পর থেকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোজই তা প্রায় হাজারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন