Coronavirus in India

আরও কমল সক্রিয় রোগীর সংখ্যা, তবে সামান্য বাড়ল দেশের দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণ কম হতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষেরও বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২১ ০৯:৫৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।

Advertisement

দৈনিক সংক্রমণ কম হতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষেরও বেশি। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। সক্রিয় রোগীর পাশাপাশি দেশে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২০ লক্ষ ১৯ হাজার ৭৭৩ জনের।

রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতেই দেশে কমছে আক্রান্তের সংখ্যা। দেশে এখন সবথেকে বেশি লোক আক্রান্ত হন তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত সাড়ে ২৬ হাজার। কর্নাটক এবং মহারাষ্ট্রে তা ১৪ হাজারে নেমেছে। যদিও কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন সাড়ে ১৯ হাজারের বেশি। অন্ধ্র্রপ্রদেশে আগের থেকে আক্রান্ত কমলেও ১১ হাজারের বেশি রয়েছে গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে তা নেমে এসেছে সাড়ে ৯ হাজারের নীচে। ওড়িশাতে তা সাড়ে ৮ হাজারের ঘরে। অসমেও দৈনিক সংক্রমণ কমে ৫ হাজারের নীচে নেমেছে। বাকি রাজ্যগুলিতে আক্রান্ত দেড়ে থেকে আড়াই হাজারের আশপাশেই থাকছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন