COVID-19

Coronavirus in India: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল প্রায় ৯ শতাংশ, এখনও উদ্বেগে রাখল কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৯:৫৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৫৪ জন। শুক্রবারের তুলনায় দৈনিক সংক্রমণ ৮.৮ শতাংশ কমেছে। যদিও উদ্বেগেই রেখেছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৩৪। অর্থাৎ ভারতের দৈনিক সংক্রমণের প্রায় ৫৭ শতাংশ শুধুমাত্র এক রাজ্যেই হয়েছে। দেশে এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৩৪ জনের।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২ অক্টোবর, শনিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৯১ হাজার ৬১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৫৭৩ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫.৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৭০ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৪৫৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৫৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৮৮৯।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৪ লক্ষ ২৯ হাজার ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ কোটি ১৯ লক্ষ ৯৪ হাজার ৯৯০ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৯ লক্ষ ৩৩ হাজার ৮৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৮৯ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৫৫৪ টিকা দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন