coronavirus

COVID in India: ৪৪ হাজার ছাড়াল দেশের দৈনিক আক্রান্ত, গত ২৪ ঘণ্টায় মৃত ৫৫৫

গত তিন দিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ০৯:৪৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গত তিন দিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে দেশের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন।

Advertisement

দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ফের দু’হাজার ছাড়িয়েছে। তবে ওড়িশা এবং অসমে গত সপ্তাহের তুলনায় কম রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

গত দু’দিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৬০০-র বেশি। শুক্রবার তা একটু হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারালেন ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।

Advertisement

দৈনিক আক্রান্ত বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১ হাজার ৩১৫। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement