MBA Admission 2026

ক্যাট উত্তীর্ণেরা পাবেন এমবিএ করার সুযোগ, কী ভাবে ভর্তি নিতে চায় আইআইটি, বোম্বে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বোম্বে-এর শৈলেশ জে মোহতা স্কুল অফ ম্যানেজমেন্ট-এর অধীনে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সটি করানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১২:১৩
Share:

ছবি: সংগৃহীত।

ম্যানেজমেন্ট শাখায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে আইআইটি, বোম্বে। প্রতিষ্ঠানের শৈলেশ জে মোহতা স্কুল অফ ম্যানেজমেন্ট মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সটির জন্য পড়ুয়াদের ভর্তি নিতে চলেছে।

Advertisement

কী কী পড়ানো হবে?

দেশ ও বিদেশের অধ্যাপক এবং শিক্ষকেরা অর্থনীতি, ডিসিশন সায়েন্সেস, ফিনান্স, হিউম্যান রিসোর্সেস, মার্কেটিং, অপারেশনস, অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড স্ট্র্যাটেজির মতো বিষয়গুলি ওই কোর্সের মাধ্যমে পড়াবেন। ক্লাসের সঙ্গে থাকবে সামার ও উইন্টার প্রজেক্ট, ইন্টার্নশিপ করার সুযোগ।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ওই কোর্সে ভর্তি হতে পারবেন। তবে, তাঁদের কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) উত্তীর্ণ হতে হবে। স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরও থাকা প্রয়োজন।

আর কী কী সুযোগ থাকছে?

আইআইটি, বোম্বে-এর কোর্সে ভর্তি হওয়ার পর পড়ুয়ারা বাছাই করা আন্তর্জাতিক স্তরের বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমেস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে একটি সেমেস্টারের ক্লাস করতে পারবেন। এ ছাড়াও সামার স্কুল অ্যান্ড স্টাডি ট্যুরের মাধ্যমেও বিদেশের বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বল্প সময়ের জন্য পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা আইআইটি, বোম্বের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা পড়ুয়াদের ইন্টারভিউ নেওয়া হবে ৫ থেকে ৮ মার্চের মধ্যে। এর পরই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement