Coronavirus in India

COVID in India: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৭৯৯, পাঁচ দিন পর দৈনিক মৃত্যু ২০০-র নীচে

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যু কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৮০ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ০৯:৪১
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ রবিবারের তুলনায় সোমবার প্রায় দু’হাজার কম। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৯৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২০ হাজার ৭৯৯ জন।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যু কমেছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৮০ জনের। পাঁচ দিন পর দেশের দৈনিক মৃত্যুর ফের ২০০-র নীচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭ জনের।

Advertisement

গত এক সপ্তাহের বেশি সময় ধরে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ। যার জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৬ হাজার ৯৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮ জন।

দেশের মধ্যে এখনও সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন কেরলে। আগের তুলনায় কমলেও দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা এখনও ১০ হাজারের বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১২ হাজার ২৯৭। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন হাজারের নীচেই থাকেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২ হাজার ৬৯২ জন। তামিলনাড়ুতে অবশ্য দেড় হাজারের আশপাশেই রয়েছে দৈনিক সংক্রমণ। তবে কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা হাজারের নীচে নেমেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন