Madhya Pradesh

Madhya Pradesh: প্রেমে সাহায্য করার ‘অপরাধে’ মধ্যপ্রদেশে গলায় টায়ার ঝুলিয়ে নাচানো হল নাবালিকাকে

মারধরের পাশাপাশি গলায় টায়ার ঝুলিয়ে তাঁদের নাচতে বাধ্য করা হয় ওই যুগল এবং নাবালিকাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১
Share:

যুগল এবং তাঁদের সঙ্গী নাবালিকাকে নিগ্রহের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে। ছবি: সংগৃহীত।

গলায় ঝোলানো গাড়ির ভারী টায়ার। সেই সঙ্গে মার। ওই অবস্থাতেই নাচতে বাধ্য করা হচ্ছে এক যুগলকে। একই ভাবে নিগ্রহের শিকার হচ্ছে এক নাবালিকাও। সম্প্রতি মধ্যপ্রদেশের ধার জেলার কুন্দি গ্রামের এমনই ঘটনা ঘটেছে।

গত ১২ সেপ্টেম্বরের ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে পাঁচ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে গন্ধওয়ানি থানার পুলিশ। তাদের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, গত ১০ জুলাই গ্রামের এক তরুণী গোপনে বাড়ি ছেড়ে তাঁর প্রেমিক গোবিন্দের সঙ্গে গুজরাতে চলে গিয়েছিলেন। অভিযোগ, ওই নাবালিকা তাঁকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। সেই ‘অপরাধেই’ এমন শাস্তি।

সম্প্রতি ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে গ্রামে ফিরে এসেছিলেন। এরপর তরুণীর পরিবারের সদস্যেরা ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীদের একাংশকে নিয়ে তাঁদের উপর চড়াও হয়। মারধরের পাশাপাশি গলায় টায়ার ঝুলিয়ে তাঁদের নাচতে বাধ্য করা হয়। নিগ্রহের শিকার হয় ওই নাবালিকাও।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি, নাবালিকাকে নিগ্রহের অভিযোগে ‘পকসো’ আইনেও মামলা রুজু করা হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement