জেলা দায়রা বিচারকের নির্দেশে ফের চালু করা হল রেজাউল করিম বনাম বিধায়ক সিদ্দেক আহমদ মামলাটি। আজ করিমগঞ্জের এসিজেএমের আদালত এক নির্দেশ জারি করে আগামী ২৯ জুন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমদ-সহ অন্যান্যদের আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে।
সরকারি কৌঁসুলি কবীর আহমদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, দেশের সর্বোচ্চ আদালত মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির চটজলদি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। করিমগঞ্জের জনৈক রেজাউল করিম বিধায়ক সিদ্দেক আহমদের বিরুদ্ধে মারধরের একটি মামলা দায়ের করেন। তারপর অন্তত পাঁচ মাস গড়িয়ে গিয়েছে। সেই কারণেই সেই মামলাটির দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন জেলা দায়রা বিচারক।
সরকারি কৌঁসুলি জানান, বিধায়ক এই মামলা থেকে অব্যহতি চেয়ে গৌহাটি হাইকোর্টে একটি আবেদন করেন। সেই কারণে করিমগঞ্জের এসিজেএমের আদালত এতদিন বিধায়ক-সহ অন্যান্যদের আদালতে সশরীর হাজিরা থেকে রেহাই দিয়েছিলেন। কিন্তু গৌহাটি হাইকোর্ট সিদ্দেকের আবেদনের নিষ্পত্তি না করায় করিমগঞ্জের আদালতে পুনরায় মামলাটির শুনানি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।