COVID-19

দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩ মে পর্যন্ত, অক্সিজেন পরিস্থিতির আপডেটের জন্য পোর্টাল পরিষেবা

অক্সিজেনের ব্যাপারে এই পোর্টালে দু’ঘন্টা অন্তর আপডেট দেবে প্রস্ততকারক সংস্থা, সরবরাহকারী সংস্থা এবং হাসপাতালগুলি।

লকডাউনের মেয়াদ বাড়িয়ে সংক্রমণে কিছুটা রাশ টানতে চাইছে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২০:১৮
Share:
Advertisement

কোভিড সংক্রমণ রুখতে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল রবিবার সাংবাদিক বৈঠকে লকডাউনের মেয়াদ-বৃদ্ধির ঘোষণা করেন। শুক্রবার রাজ্যে নতুন সংক্রমিতের সংখ্যা ছিল ২৪ হাজার ৩৩১ জন। হাসপাতালগুলিতে কোভিড রোগীদের জন্য পর্যাপ্ত শয্যার অভাব, অপ্রতুল ভেন্টিলেশন ব্যবস্থা, ঘাটতি অক্সিজেনেরও। রাজ্যের অক্সিজেনের অভাব শীঘ্রই মেটানোর জন্য কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। এর মধ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে সংক্রমণে কিছুটা রাশ টানতে চাইছে প্রশাসন। অক্সিজেন পরিস্থিতির আপডেটের জন্য খোলা হয়েছে নতুন পোর্টাল। এই পোর্টালে দু’ঘন্টা অন্তর আপডেট দেবে প্রস্ততকারক সংস্থা, সরবরাহকারী সংস্থা এবং হাসপাতালগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement