covid 19 india

India Covid Bulletin: দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্ত, কমেছে সংক্রমণের হার, মৃতের সংখ্যাও

গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪২ শতাংশ। শনিবার যা ছিল ৭.৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৮৬৫ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:০০
Share:

গ্রাফিক— সনৎ সিংহ।

শনিবারের পর রবিবার। আরও কমল করোনা সংক্রমণ। কমেছে দৈনিক সংক্রমণের হারও। রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। শনিবার যা ছিল এক লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। কমেছে সংক্রমণের হারও।

গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৭.৪২ শতাংশ। শনিবার যা ছিল ৭.৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। তার মধ্যে শুধুমাত্র কেরলেই একদিনে ৪৪৪ টি মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৯৭টি মৃত্যু আগেই হয়েছিল, কিন্তু তা অনথিভুক্ত ছিল। সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন