COVID19

Covid-19 Vaccine: কোন রাজ্যের হাতে রয়েছে কত করোনা টিকা, পরিসংখ্যান দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

স্বাস্থ্য মন্ত্রকের ওই তথ্য জানাচ্ছে,এই মুহূর্তে সবচেয়ে বেশি টিকা রয়েছে উত্তরপ্রদেশের হাতে। পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০২১ ২২:৫৫
Share:

প্রতীকী ছবি।

দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির হাতে কত করোনা টিকা রয়েছে, সে বিষয়ে সোমবার পূর্ণাঙ্গ পরিসংখ্যান পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই পরিসংখ্যান বলছে, এখন দেশে অন্তত ১ কোটি ৮২ লক্ষ টিকা রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের হাতে রয়েছে ১১ লক্ষ ১৮ হাজার।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের ওই তথ্য জানাচ্ছে,এই মুহূর্তে সবচেয়ে বেশি টিকা রয়েছে দেশের বৃহত্তম রাজ্য (জনসংখ্যার নিরিখে) উত্তরপ্রদেশের হাতে (২৫ লক্ষ ১৯ হাজার)। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ (১৫ লক্ষ ৩ হাজার)। তৃতীয় তামিলনাড়ু (১৩ লক্ষ ৩৫ হাজার) এবং চতুর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত (১২ লক্ষ ৮৮ হাজার)। পশ্চিমবঙ্গ রয়েছে পঞ্চম স্থানে।

অন্য রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশে ৯ লক্ষ ৮১ হাজার, কর্নাটকে ৯ লক্ষ ১৩ হাজার, কেরলে ৭ লক্ষ ৬৮ হাজার, বিহারে ৭ লক্ষ ৪৯ হাজার, তেলঙ্গানায় ৭ লক্ষ ১৪ হাজার, ওড়িশায় ৭ লক্ষ ৩ হাজার, ঝাড়খণ্ডে ৬ লক্ষ ৯১ হাজার, ছত্তীসগঢ়ে ৫ লক্ষ ৯১ হাজার এবং মহারাষ্ট্রের হাতে ৪ লক্ষ ৪৩ হাজার রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। দিল্লির কাছে রয়েছে ২ কোটি ৪৬ লক্ষ টিকা।

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, এ পর্যন্ত রাজ্যে মোট ১ কোটি ৩১ লক্ষ ৪৩ হাজার ৫২৩ জনের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সোমবার প্রকাশিত তথ্যে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ১৮ থেকে ৪৪ বছর বয়সি মোট ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন টিকা পেয়েছেন। প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে একাধিক বার অভিযোগ করা হয়েছে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সংখ্যায় টিকা না দেওয়ার কারণে টিকাকরণ প্রত্যাশিত গতি পাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন