Postal Ballot

সংক্রমিতদের পোস্টাল ব্যালট নিয়ে নির্দেশ-চিঠি

একইসঙ্গে, শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ও ৮০ বছরের ঊর্ধ্ব বয়সী ভোটারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:২১
Share:

প্রতীকী ছবি।

কোভিড-১৯-এর জন্য যে সব ভোটার কোয়রান্টিনে থাকবেন, তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতিমধ্যে তা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়ে সোমবার অসম, বিহার, ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মণিপুর এবং তেলঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) নির্দেশ দিয়েছে তারা।

Advertisement

একইসঙ্গে, শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ও ৮০ বছরের ঊর্ধ্ব বয়সী ভোটারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তা-ও ওই নির্দেশিকায় জানিয়েছে নির্বাচন কমিশন। আর সেসব রাজ্যের সিইও'দের কাছে নির্দেশ পাঠিয়েছে কমিশন, সেই সব রাজ্যে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এখনই উপনির্বাচন করা নিয়ে কয়েকটি রাজ্যের তরফে ‘আপত্তি’ জানানো হয়েছে বলে খবর। আর দেশ জুড়ে ৬৪টি বিধানসভা ও একটি লোকসভার উপনির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আজ বৈঠক করার কথা নির্বাচন সদনের কর্তাদের। তবে পোস্টাল ব্যালটের নির্দেশিকা ওই সব রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন