COVID-19

Delhi Lockdown: ‘দয়া করে দিল্লি ছেড়ে যাবেন না’, লকডাউন ঘোষণার পরে পরিযায়ী শ্রমিকদের আবেদন কেজরীবালের

কেজরীবাল বলেন, ‘‘আমি আশ্বস্ত করছি আপনাদের কোনও সমস্যা হবে না। সরকার সব রকম ভাবে আপনাদের সাহায্য করবে। আমাকে ভরসা করুন। আমি আছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৫:৪৮
Share:

ফাইল চিত্র।

দিল্লিতে ৬ দিনের জন্য লকডাউন ঘোষণার পরেই পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। হাত জোড় করে তিনি পরিযায়ী শ্রমিকদের দিল্লি ছেড়ে না যাওয়ার কথা বললেন।

Advertisement

সোমবার লকডাউন ঘোষণার পরে সাংবাদিক বৈঠকে কেজরীবাল বলেন, ‘‘আমাদের কাছে আর কোনও উপায় না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি এই সময় মানুষের রোজগার ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দিন আনা দিন খাওয়া মানুষেরা।’’

এর পরেই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে কেজরীবাল বলেন, ‘‘গত বার আমরা দেখেছিলাম কী ভাবে লকডাউন ঘোষণা হওয়ার পরেই পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি আপনাদের হাত জোড় করে প্রার্থনা করছি, এটা ছোট লকডাউন। দয়া করে দিল্লি ছেড়ে যাবেন না। আপনাদের যেতে আসতেই অনেক সময় ও টাকা নষ্ট হয়ে যাবে। আমি আশ্বস্ত করছি, আপনাদের কোনও সমস্যা হবে না। সরকার সব রকম ভাবে আপনাদের সাহায্য করবে। আমাকে ভরসা করুন। আমি আছি।’’

Advertisement

গত বছর মার্চ মাসে লকডাউন ঘোষণা হওয়ার পরে দেখা গিয়েছিল সব রাজ্য থেকে শ্রমিকরা নিজেদের রাজ্যে ফেরার জন্য হুড়োহুড়ি শুরু করেন। বাস, ট্রাক, সাইকেল, এমনকি অনেকে হেঁটেই রাজ্যে ফেরার চেষ্টা করেন। দুর্ঘটনা বা অন্য কারণে রাস্তাতেই প্রাণ হারান অনেকে। কিছু দিন আগে মুম্বইয়ের লোকমান্য তিলক স্টেশনে রাজ্যে ফেরার জন্য শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি দেখা যায়। তাই আগে থেকেই শ্রমিকদের কাছে আবেদন করলেন কেজরীবাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন