Cow

অনলাইনে টাকা দিন! মাথায় লাগানো কিউ আর কোড বাড়িয়ে দিচ্ছে গরু

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। গরুকে সাজিয়ে রাস্তায় বেরিয়েছেন এক ব্যক্তি। কথা শুনে মাথা নাড়িয়ে সে গরু উত্তরও দিচ্ছে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:০১
Share:

গরুর মাথায় ঝোলানো কিউ আর কোড! ছবি সৌজন্য টুইটার।

কোনও ভিখারি পয়সা চাইতে এলেই অনেকে বলে থাকেন, ‘মাফ করুন।’ কেউ আবার বলেন, ‘খুচরো নেই।’ ট্রেনে, বাসে হোক বা রাস্তায়, এমন মন্তব্য কান পাতলেই শুনতে পাওয়া যায়। কিন্তু এ বার ‘খুচরো নেই’ বলে আর দায় সারা যাবে না। বা ওই ভিখারিকে কাটিয়েও দেওয়া যাবে না।

Advertisement

পকেটে খুচরো নেই তো কী হয়েছে! অনলাইনে তো টাকা দেওয়াই যায়। দোকানে, বাজারে যেখানে পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো অনলাইন লেনদেন অ্যাপের দেদার ব্যবহার চলছে, সেখানে ভিখারিরাই বা পিছিয়ে থাকবেন কেন। ডিজিটাল ইন্ডিয়া বলে কথা।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। গরুকে সাজিয়ে রাস্তায় বেরিয়েছেন এক ব্যক্তি। কথা শুনে মাথা নাড়িয়ে সে গরু উত্তরও দিচ্ছে! এমন দৃশ্য আগেও দেখা যেত। কিন্তু তখন হাতে হাতে পয়সা নিয়েই চলে যেতেন সেই গরুর মালিক। অনেকে ‘খুচরো নেই’ বলে পাশ কাটিয়ে যেতেন। তাই কারও কাছে টাকা চাইলে তিনি যাতে ওই কথা বলে পাশ কাটিয়ে না যেতে পারেন, তার জন্য মালিক অনলাইনে টাকা আদায়ে গরুর মাথার উপর কিউআর কোড ঝুলিয়ে দিয়েছেন।

Advertisement

ভিডিয়োতে এক ব্যক্তিকে ওই কিউআর কোড স্ক্যান করে টাকা দিতেও দেখা গেল। মালিক নয়, কথার উত্তর দেওয়ার পর গরু নিজেই তার মাথা বাড়িয়ে দিচ্ছে কিউ আর কোড স্ক্যান করে টাকা দেওয়ার জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement