Vice Presidential Election

উপরাষ্ট্রপতি পদে ধনখড়ের উত্তরসূরি কে? সংসদ ভবনে ভোটগ্রহণ চলছে! এনডিএ এবং ‘ইন্ডিয়া’, কার পক্ষে কত ভোট

নির্ধারিত সময়সূচি অনুসারে, সকাল ১০টা থেকে সংসদ ভবনের এফ-১০১ কক্ষে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। গণনা শেষ হওয়ার পর ফলাফল জানা যাবে মঙ্গলবারই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০১
Share:

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সংসদ ভবনে। ছবি: পিটিআই।

উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে? তা নির্ধারণ করতে চলেছেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরা। নির্ধারিত সময়সূচি অনুসারে সকাল ১০টা থেকে সংসদ ভবনের এফ-১০১ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। গণনা শেষ হওয়ার পর ফলাফল জানা যাবে মঙ্গলবারই। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। দুই প্রার্থীর মধ্যে যিনি জয়ী হবেন, তিনিই হবেন দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০টার আগেই সংসদ চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভোটদাতা হিসাবে সবার প্রথম ভোট দেন তিনিই।

Advertisement

উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে? (বাঁ দিকে) এনডিএ সমর্থিত প্রার্থী সিপি রাধাকৃষ্ণন এবং ‘ইন্ডিয়া’ সমর্থিত প্রার্থী বি সুদর্শন রেড্ডি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংসদের নিম্ন কক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি নির্বাচকমণ্ডলী বা ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরি করা হয়। এই নির্বাচকমণ্ডলীর মধ্যে রয়েছেন রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সাংসদ, ১২ জন মনোনীত সাংসদ এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সাংসদ। যদিও রাজ্যসভায় ছ’টি আসন খালি থাকায় ৭৮১ জন সাংসদকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হওয়ার কথা। কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এবং নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি) ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। সেই অঙ্ক মাথায় রাখলে ৭৭০ জন সাংসদের ভোটই নির্ধারণ করে দেবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন।

Advertisement

এনডিএ না ‘ইন্ডিয়া’, এগিয়ে কে

৭৮১ জন সাংসদকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হলে উপরাষ্ট্রপতি নির্বাচনে জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার হবে ৩৯১। আর ৭৭০ জনকে নিয়ে নির্বাচকমণ্ডলী তৈরি হলে, জাদুসংখ্যা হবে ৩৮৬। খাতায়কলমে শাসকজোট এনডিএ-র পক্ষে রয়েছে ৪২৫টি ভোট। এনডিএ সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন নীতীশ কুমারের দল জেডিইউ, চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি, একনাথ শিন্দের শিবসেনা, অজিত পওয়ারের এনসিপির সাংসদেরা। জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস এনডিএ সমর্থিত প্রার্থীকে সমর্থন করলে এই সংখ্যাটা ৪৩৬ হবে। তা ছাড়া আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার বিক্ষুব্ধ সাংসদ স্বাতী মালিওয়ালও এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনকে সমর্থন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, খাতায়কলমে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র পক্ষে রয়েছে ৩২৪ জন সাংসদের ভোট। সুদর্শন রেড্ডিকে ভোট দেবেন ডিএমকে, জেএমএম, আরজেডি, উদ্ধব ঠাকরের শিবসেনা, তৃণমূল এবং বাম দলগুলির সাংসদেরা। অরবিন্দ কেজরীওয়ালের আপ এবং আসাদুদ্দিন ওয়েইসির এআইএমআইএম (মিম) আগেই জানিয়েছিল, তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে সুদর্শন রেড্ডিকে সমর্থন করবে।

কী করবেন নির্দল সাংসদেরা

লোকসভার সাত নির্দল সাংসদ কোন দিকে ভোট দেবেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁরা এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। পঞ্জাবের শিরোমণি অকালি দল সে রাজ্যে বন্যার কথা জানিয়ে ভোটদানে বিরত থাকার কথা জানিয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় আনুগত্যকে অস্বীকার করে এবং ঘোষিত অবস্থানের বাইরে বেরিয়ে সাংসদেরা ক্রস ভোটিং বা বিপক্ষের প্রার্থীকে সমর্থন করেনি কি না, সে দিকেও নজর থাকবে। ২০২২ সালে এনডিএ-র প্রার্থী ধনখড় বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে পরাজিত করেছিলেন। এ বার এনডিএ-র প্রার্থী রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত হলেও ব্যবধান জয়ের ব্যবধান এতটা বেশি হবে না বলেই মনে করা হচ্ছে। রেড্ডির তুলনায় ১০০ থেকে ১২৫ ভোটে এগিয়ে থাকতে পারেন রাধাকৃষ্ণন। জেল থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন কাশ্মীরের বারামুলা কেন্দ্রের সাংসদ শেখ আব্দুল রশিদ এবং পঞ্জাবের খাদুর সাহিবের সাংসদ অমৃতপাল সিংহ।

কী ভাবে হয় ভোট

সাংসদদের একক হস্তান্তরযোগ্য ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। সাদা ব্যালট পেপারে হিন্দি এবং ইংরেজিতে দুই প্রার্থীর নাম লেখা থাকবে। সাংসদেরা ব্যালট পেপারে টিক দিয়ে প্রথম এবং দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম জানাবেন। যে প্রার্থী প্রথম পছন্দের ভোট বেশি পাবেন, তাঁকেই জয়ী ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের প্রাপ্ত প্রথম পছন্দের ভোট এক হলে, সে ক্ষেত্রে দ্বিতীয় পছন্দের ভোট গোনা হয়। ব্যালট পেপারে অপ্রাসঙ্গিক কিছু লেখা থাকলে কারও ভোট বাতিলও করা হতে পারে।

কেন এই অকাল ভোট

শারীরিক অসুস্থতার কারণে গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনখড়। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটাভুটি হচ্ছে। জয়ী প্রার্থী আগামী পাঁচ বছর, অর্থাৎ পুরো মেয়াদ দায়িত্ব পালন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement