গণতান্ত্রিক ঐক্য চাই, আন্তর্জাতিক আসরে সিপিআই

কমিউনিস্ট ও ওয়াকার্স পার্টিগুলির আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে রবিবার মহাজাতি সদনে গণসংবর্ধনা অনুষ্ঠানে রেড্ডি বলেন, ‘‘গণতান্ত্রিক শক্তিকে একজোট হয়ে মঞ্চ গড়তে হবে। তবে তার জন্য আগে দরকার বাম শক্তিগুলির একতা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০২:৩১
Share:

মহাজাতি সদনে। —নিজস্ব চিত্র।

দক্ষিণপন্থী একটি শক্তির প্রবল পরাক্রমী রাজত্ব চলছে। নরেন্দ্র মোদী-অমিত শাহদের ‘আর্থিক ও সাম্প্রদায়িক আধিপত্যে’র মোকাবিলায় বাম, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তির একজোট হওয়ার পক্ষেই সওয়াল করলেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক এস সুধাকর রেড্ডি। কমিউনিস্ট ও ওয়াকার্স পার্টিগুলির আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে রবিবার মহাজাতি সদনে গণসংবর্ধনা অনুষ্ঠানে রেড্ডি বলেন, ‘‘গণতান্ত্রিক শক্তিকে একজোট হয়ে মঞ্চ গড়তে হবে। তবে তার জন্য আগে দরকার বাম শক্তিগুলির একতা।’’ ঘটনাচক্রে, সিপিআইয়ের কেরল রাজ্য সম্পাদক কানম রাজেন্দ্রন শনিবারই মন্তব্য করেছেন, ধর্মনিরপেক্ষ শক্তিগুলির যৌথ মঞ্চে কংগ্রেস ‘অচ্ছুৎ’ নয়। তবে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাঁতের বিষয়ে এপ্রিলে কোল্লম পার্টি কংগ্রেসে ফয়সালা হবে বলে জানিয়েছেন তিনি। অক্টোবর বিপ্লবের একশো এবং কার্ল মার্ক্সের জন্মের দু’শো বছর উপলক্ষে সম্প্রতি কেরলে আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করেছিল সিপিএম। একই উপলক্ষে কলকাতায় তিন দিনের আসর বসিয়েছে সিপিআই। সেখানে অংশ নিচ্ছেন কিউবা, ভিয়েতনাম, রাশিয়া, পর্তুগাল, গ্রিস, বাংলাদেশ, কোরিয়া, ফ্রান্সের মতো দেশের কমিউনিস্ট ও সমাজবাদী পার্টির নেতৃত্ব। মধ্য কলকাতার একটি হোটেলে আলোচনাচক্রের আগে এ দিন মহাজাতি সদনে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন রেড্ডি, গুরুদাস দাশগুপ্ত, প্রবোধ পণ্ডা, মঞ্জুকুমার মজুমদার, পল্লব সেনগুপ্তেরা। আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি থাকলেও সিপিএমের কেউ সেখানে ছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন