ত্রিপুরাকে অস্ত্র করছে বামেরা, পাল্টা তির ফিরহাদের

তৃণমূল এবং বিজেপি যে একই মুদ্রার দুই পিঠ, ত্রিপুরার উদাহরণ দিয়ে ফের সেই অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য সিপিএমকেই পাল্টা নিশানা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৩০
Share:

— ফাইল চিত্র।

তৃণমূল এবং বিজেপি যে একই মুদ্রার দুই পিঠ, ত্রিপুরার উদাহরণ দিয়ে ফের সেই অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য সিপিএমকেই পাল্টা নিশানা করেছেন।

Advertisement

ত্রিপুরায় পঞ্চায়েতের উপনির্বাচনে প্রায় ৯৬% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে বিজেপি। তাদের যুক্তি, বাম তথা বিরোধীরা সেখানে প্রার্থী দেওয়ার লোক পায়নি। বাংলায় পঞ্চায়েতে ৩৪% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পিছনে একই কারণ দেখিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গেই মঙ্গলবার আলিমুদ্দিনে বিমানবাবু বলেন, ‘‘তৃণমূল যা করতে পারে, বিজেপিও সেটা পারে। আবার বিজেপি যা করতে পারে, তৃণমূলও তা করে। আর কত উদাহরণ লাগবে? প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রের টুঁটি টিপে ধরা— সবেতেই তারা একই মুদ্রার এ পিঠ আর ও পিঠ!’’ বিমানবাবুর মনে করিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল বিরোধীদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের দলে টেনেছে ‘জোর করে’। আবার বিজেপি অন্য রাজ্যে বিরোধী দল ভাঙিয়ে সরকার গড়েছে। ত্রিপুরায়র ক্ষেত্রে অভিযোগ উঠেছে, বিজেপি সে রাজ্যে ক্ষমতায় আসার পরে পঞ্চায়েতের দখল নিতে বাম প্রতিনিধিদের জোর করে আসন ছাড়তে বাধ্য করেছে।

তৃণমূল ত্রিপুরায় পঞ্চায়েত উপনির্বাচনে লড়তে যায়নি। কিন্তু ফিরহাদ বাম ও কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করেন, ‘‘এটা প্রমাণিত যে, বাংলায় আমরা যা-ই করি না কেন, যারা সমালোচনা করেছে, তারা ঠিক নয়। এখন তারা চুপ করে বসে আছে! আমাদের এখানে এমন কিছু হয়নি। কিন্তু তোমার সংগঠন নেই, প্রার্থী দিতে পারোনি, তাই আমাদের নিয়ে গেলে সুপ্রিম কোর্টে। এখন বিজেপির ভয়ে চুপ করে আছো কেন?’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন