ছত্তীসগঢ়ে পুলিশ-নকশাল গুলিযুদ্ধ, নিহত ১

নকশালদের সঙ্গে গুলিযুদ্ধে ছত্তীসগঢ়ে নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। মঙ্গলবারে নকশাল-প্রভাবিত বীজাপুরে এই গুলিযুদ্ধে গুরুতর ভাবে আহত হয়েছেন অন্য এক জওয়ানও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ১৭:৪৯
Share:

নকশালদের সঙ্গে গুলিযুদ্ধে ছত্তীসগঢ়ে নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। মঙ্গলবারে নকশাল-প্রভাবিত বীজাপুরে এই গুলিযুদ্ধে গুরুতর ভাবে আহত হয়েছেন অন্য এক জওয়ানও।

Advertisement

বীজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলেসেলা বলেন, “আঘাতের সঙ্গে যুঝতে না পেরে ঘটনাস্থলেই প্রাণ হারান কনস্টেবল সুনীল রাম। কনস্টেবল ধর্মেন্দ্র সিংহ ভদোরিয়াকে রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে তাঁর চিকিৎসা চলছে।”

পুলিশ সূত্রে খবর, নকশালদের সঙ্গে এই গুলিযুদ্ধ শুরু হয় বাসাগুড়া থানার গুট্টুম গ্রামে। সেই সময়ে এক আধা-সামরিক বাহিনী ওই গ্রামে নকশালদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। নকশালদের খুঁজতে খুঁজতে ওই আধা-সামরিক বাহিনী এসে পৌঁছয় তিমাপুর গ্রামের কাছে। তখনই তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে নকশালদের একটি দল। আহত হন দুই জওয়ান। পরে প্রতিরোধের মুখে তারা পিছু হটতে থাকে।

Advertisement

গুলিযুদ্ধের পরে ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। নকশালদের তল্লাশি চলছে, জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement