Live in Partner Killed

মহিলা ইনস্পেক্টরকে খুন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের! তার পর সঙ্গীরই কর্মস্থলে গিয়ে আত্মসমর্পণ

অভিযুক্তের নাম দিলীপ যাদব। তিনি আধাসেনায় কাজ করেন। মণিপুরে কর্মরত। ছুটিতে বডোদরায় ফিরেছিলেন কয়েক দিন আগে। দিলীপ এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা একটি ফ্ল্যাটে থাকতেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১১:৪২
Share:

মৃত পুলিশকর্মী। ছবি: সংগৃহীত।

এক মহিলা ইনস্পেক্টরকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের বডোদরায়। তার পর নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনাচক্রে, ওই থানাতেই কর্মরত ছিলেন সিআরপিএফ জওয়ানের লিভ ইন সঙ্গী। তিনি সেখানে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন।

Advertisement

অভিযুক্তের নাম দিলীপ যাদব। তিনি আধাসেনায় কাজ করেন। মণিপুরে কর্মরত। ছুটিতে বডোদরায় ফিরেছিলেন কয়েক দিন আগে। দিলীপ এবং তাঁর লিভ ইন সঙ্গী অরুণা একটি ফ্ল্যাটে থাকতেন। শুক্রবার তাঁর দু’জনে তাঁরা কেনাকাটা করতে বেরিয়েছিলেন। দু’জনেই কাজ থেকে কয়েক দিনের ছুটি নিয়েছিলেন বেড়াতে যাবেন বলে। সেই সূত্রে অহমদাবাদে কেনাকাটা করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পর কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, তার পরই অরুণার গলা টিপে ধরেন দিলীপ। অরুণার মৃত্যু হয়েছে বুঝতে পেরে আত্মহত্যার চেষ্টা করেন দিলীপও। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে থানায় ঢোকেন। সেই থানাতেই কাজ করতেন অরুণা। ওই ব্যক্তি কর্মরত পুলিশ আধিকারিককে জনান, লিভ ইন সঙ্গীকে খুন করেছেন। আর তাঁর সঙ্গী এই থানাতেই কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে দু’জনের মধ্যে চিৎকার-চেঁচামেচি হচ্ছিল। শনিবার সকাল ১০টা পর্যন্ত অরুণার দেহ নিয়ে ঘরেই বসেছিলেন দিলীপ। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement