সাইবার হানা মুম্বই বন্দরেও

অনেকে মনে করছেন এটি কয়েক বছর আগে হানা দেওয়া ‘পেটিয়া’ ভাইরাস। কেউ আবার এটিকে ‘নট-পেটিয়া’ বা পেটিয়া-রই নয়া সংস্করণ হিসেবে ‘পেটর‌্যাপ’ নামে চিহ্নিত করছেন। ওয়ানাক্রাই-এর মতো অর্থ আদায় এটির উদ্দেশ্য নয়। একটি কম্পিউটারে ঢুকতে পারলে এটি বিকল করে দেয় গোটা নেটওয়ার্ককে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ০৩:২২
Share:

ওয়ানাক্রাই-এর আতঙ্ক মোছার আগেই মঙ্গলবার থেকে আরও এক সাইবার দস্যুর হামলা শুরু হয়েছে ইউরোপ-আমেরিকা-এশিয়া-অস্ট্রেলিয়ায়।

Advertisement

মূল ধাক্কাটি লেগেছে ইউক্রেনের ব্যাঙ্ক পরিষেবা, আর্থিক লেনদেন, যাত্রী পরিবহণ ইত্যাদিতে। দেশে দেশে বেশ কিছু বহুজাতিক সংস্থা, ওষুধ-নির্মাতা এমনকী, আমেরিকার কয়েকটি হাসপাতালের কম্পিউটার এতে আক্রান্ত। পার পায়নি ভারতও। মুশকিলে পড়েছে মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের একটি টার্মিনাল। কারণ সেটি সামলানোর কাজ করে এপি মোলার মার্স্ক নামে একটি সংস্থা। ডেনমার্কে তাদের কম্পিউটার আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। যদিও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দাবি, ‘‘এখনও ভারতে তেমন ক্ষতি হয়নি। সরকার তৎপর রয়েছে।’’

অনেকে মনে করছেন এটি কয়েক বছর আগে হানা দেওয়া ‘পেটিয়া’ ভাইরাস। কেউ আবার এটিকে ‘নট-পেটিয়া’ বা পেটিয়া-রই নয়া সংস্করণ হিসেবে ‘পেটর‌্যাপ’ নামে চিহ্নিত করছেন। ওয়ানাক্রাই-এর মতো অর্থ আদায় এটির উদ্দেশ্য নয়। একটি কম্পিউটারে ঢুকতে পারলে এটি বিকল করে দেয় গোটা নেটওয়ার্ককে। প্রথমে হার্ড ড্রাইভের ফাইল ও কম্পিউটার ‘বুট’ করার প্রক্রিয়ার দখল নেয়। পরে সুরক্ষা ব্যবস্থার ফাঁক খুঁজে ছড়িয়ে পড়ে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন