প্রতীকী ছবি।
পহেলগাঁওয়ে হামলার জন্য জঙ্গিদের টাকা দিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) প্রধান সদানন্দ দাতের পরিচয় দিয়ে মুম্বইয়ে এক বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর অভিযোগ উঠল সাইবার অপরাধীদের বিরুদ্ধে। বৃদ্ধকে জঙ্গি-যোগের হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ৭৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার এমনই একটি অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দাদর পূর্বের বাসিন্দা ওই বৃদ্ধ একটি বহুজাতিক সংস্থার প্রাক্তন শীর্ষ কর্তা। পুলিশকে তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার অচেনা একটি নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। এক মহিলা নিজেকে আইপিএস বিনীতা শর্মা হিসাবে পরিচয় দেন। তিনি জানান, দিল্লির সন্ত্রাসদমন শাখায় রয়েছেন। তার পরই বৃদ্ধকে ওই মহিলা জানান, দিল্লি পুলিশের এটিএস পহেলগাঁও হামলা নিয়ে তদন্তের সময় বেশ কয়েক জন ব্যবসায়ী, রাজনীতিক এবং প্রোমোটারের জড়িয়ে থাকার বিষয়টি জানতে পেরেছেন। তাঁদের মধ্যে মুম্বইয়ের এই বৃদ্ধের নামও রয়েছে বলে জানানো হয়।
বিষয়টি এখন জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। তারাই তদন্ত করছে, কারা কারা এই ঘটনায় জড়িত ছিলেন। তার পরই ফোন কেটে যায় বলে জানিয়েছেন বৃদ্ধ। কিছু ক্ষণ পরে আবার ফোন আসে। এ বার এক ব্যক্তি নিজেকে এনআইএ-র প্রধান সদানন্দ দাতে হিসাবে পরিচয় দেন। ভিডিয়ো কলে নানা রকম ভাবে প্রশ্ন করতে থাকেন। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে জানানো হয় বৃদ্ধকে। তাঁর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেটাও দেখানো হয় বলে জানিয়েছেন বৃদ্ধ। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগও রয়েছে বলেও জানানো হয়। একইসঙ্গে বৃদ্ধের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। সেগুলি দিতেই বৃদ্ধের সমস্ত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।