Cyclone Ditwah in Bay of Bengal

শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় দিটওয়া, শ্রীলঙ্কায় আটকে পড়া ৩০০-র বেশি ভারতীয়কে উদ্ধার করল বায়ুসেনা

ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। বহু ভারতীয় এবং বিদেশি নাগরিক বিধ্বস্ত শ্রীলঙ্কায় আটকে পড়েছিলেন। বায়ুসেনা তাঁদের উদ্ধার করে তিরুঅনন্তপুরমে নিয়ে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১১:০০
Share:

শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়েরা বায়ুসেনার বিমানের সামনে। রবিবার। ছবি: এক্স।

ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় মৃত্যুমিছিল জারি। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনাও। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীলঙ্কা থেকে ৩০০-র বেশি ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে বায়ুসেনা। কলম্বো থেকে তাঁদের আকাশপথে নিয়ে আসা হয়েছে তিরুঅনন্তপুরমে। এ ছাড়া, উদ্ধারকাজে শ্রীলঙ্কার সেনাবাহিনীকেও সাহায্য করছে ভারত। সমুদ্রে ঘূর্ণিঝড় দিটওয়া কিছুটা শক্তি হারিয়েছে। তবে তার প্রভাবে বৃষ্টি চলছে তামিলনাড়ু, পুদুচেরীর উপকূলে।

Advertisement

দিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ৩০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ৩৩৪ জনের মৃত্যু হয়েছে শুধু শ্রীলঙ্কায়। তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে দু’জন দেওয়াল চাপা পড়ে এবং এক জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন।

রাতেই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। সোমবার সকালে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় দিটওয়ার অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ধরে এবং ক্রমে উত্তর দিকে এগোচ্ছে। গত ছ’ঘণ্টায় তার গতি ছিল ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই মুহূর্তে গভীর নিম্নচাপটি রয়েছে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, চেন্নাই থেকে ৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, পুদুচেরী থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং নেলোর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। গভীর নিম্নচাপের কেন্দ্র থেকে তামিলনাড়ু-পুদুচেরী উপকূলের দূরত্ব সবচেয়ে কম ৪০ কিলোমিটার। আগামী ১২ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ উপকূলের সমান্তরালে উত্তর দিকে এগোবে এবং শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। সোমবার দুপুরে উপকূলের সবচেয়ে কাছে এলে চেন্নাই থেকে তার দূরত্ব হতে পারে ৩০ কিলোমিটার।

Advertisement

ভারত সরকারের প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, বায়ুসেনার আইএল-৭৬ এবং সি-১৩০জে মালবাহক বিমান শ্রীলঙ্কায় ব্যবহার করা হয়েছে। এই বিমান সাধারণত ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এ ছাড়া, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের শ্রীলঙ্কায় পৌঁছে দিতেও এগুলি কাজে লেগেছে। এই বিমানে করেই শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের তিরুঅনন্তপুরমে তুলে আনা হয়েছে।

ঘূর্ণিঝড় দিটওয়ায় শ্রীলঙ্কার পরিস্থিতি বিবেচনা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বায়ুসেনা। শুরু হয়েছে ‘অপারেশন সাগরবন্ধু’। অনেক ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। শ্রীলঙ্কার মধ্যবর্তী কোটমালে এলাকার সঙ্গে বিপর্যয়ের কারণে দেশের বাকি অংশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেখানে শ্রীলঙ্কান জওয়ানদের পৌঁছে দিয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। এত দিন ওই অংশের আবহাওয়া প্রতিকূল ছিল। তাই উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছিল না। আবহাওয়ার উন্নতি হওয়ায় এখন ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement