উত্তর-পূর্বে দলাই লামা

ব্রহ্মপুত্র উৎসবে যোগ দিতে আসছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। চিনের ‘ভ্রূকুটি’-কে অগ্রাহ্য করে একই সফরে ফের তাওয়াং-সহ অরুণাচলপ্রদেশের বিভিন্ন স্থানে যাবেন তিনি। ভারত সরকারের সবুজ সঙ্কেত পেয়ে এ বার ১৩ দিনের দীর্ঘ সফরে উত্তর-পূর্বে আসছেন তিব্বতি ধর্মগুরু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:৩৬
Share:

ব্রহ্মপুত্র উৎসবে যোগ দিতে আসছেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। চিনের ‘ভ্রূকুটি’-কে অগ্রাহ্য করে একই সফরে ফের তাওয়াং-সহ অরুণাচলপ্রদেশের বিভিন্ন স্থানে যাবেন তিনি। ভারত সরকারের সবুজ সঙ্কেত পেয়ে এ বার ১৩ দিনের দীর্ঘ সফরে উত্তর-পূর্বে আসছেন তিব্বতি ধর্মগুরু।

Advertisement

রাজগীর-নালন্দায় দলাই লামার সাম্প্রতিক সফর নিয়ে ইতিমধ্যেই ভারতের তীব্র সমালোচনা করেছে চিন। হুমকি দিয়েছে, দু’দেশের সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। তাঁর তাওয়াং সফরেও চিন আপত্তি জানিয়েছে। কিন্তু ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে দলাই লামা তাঁর ইচ্ছে মতোই যেতে পারেন।

তিব্বতে চিনের আগ্রাসনের প্রেক্ষিতে তাওয়াং ও গুয়াহাটি হয়েই ভারতে চলে আসেন চতুর্দশ দলাই লামা। সেই ঘটনার পরে ২০০৯ সালে প্রথম, দিন তিনেকের জন্য তিনি তাওয়াং সফর করেন। মঠে দাঁড়িয়ে চিনের সমালোচনাও করেছিলেন তিনি। স্বীকৃতি দিয়েছিলেন তাওয়াংয়ের উপরে ভারতের অধিকারকে। এর পর ২০১৪ সালে এক দিনের সফরে গুয়াহাটিতে দু’টি অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু এ বারের সফরে গুয়াহাটিতে তিন দিন কাটাবেন ৮১ বছর বয়সী দলাই লামা। ভারত সরকার অবশ্য দলাই লামার ধর্মীয় সফরকে নিয়ে খামোকা রাজনীতি না করার পরামর্শ দিয়েছে চিনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement