দিল্লিতে দলিত বিক্ষোভ

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের অভিষেকের পর প্রথম বার তাঁর রাজ্যের বিবাদ আছড়ে পড়ল দিল্লিতে নরেন্দ্র মোদীর নাকের ডগায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০২:৫১
Share:

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের অভিষেকের পর প্রথম বার তাঁর রাজ্যের বিবাদ আছড়ে পড়ল দিল্লিতে নরেন্দ্র মোদীর নাকের ডগায়।

Advertisement

দিল্লিতে মোদী, উত্তরপ্রদেশে যোগী— এই স্লোগান তুলে বিজেপি গো-বলয়ের সব থেকে বড় রাজ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু মাস দেড়েকের মাথাতেই উত্তরপ্রদেশের সহারণপুরে হিংসা হয়ে গেল। ঠাকুর ও দলিতের এই সংঘর্ষের দু’সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু ক্ষুব্ধ দলিতরা আজ দিল্লির যন্তর-মন্তরে জড়ো হয়ে প্রতিবাদ জানালেন। ‘ভিম আর্মি’ নামে একটি সংগঠনের ব্যানারে দলিতরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ভোটের সময় বিজেপি দলিতকে হিন্দু বলে প্রচার করে। আবার ভোট মিটে গেলেই তারা হিন্দু থেকে ফের দলিত হয়ে যায়। তখন উপেক্ষার রাজনীতি চলতে থাকে।

এই সংগঠনের নেতা চন্দ্রশেখর আজাদকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে। ক্ষুব্ধ জনতা আজ সেই মামলা তুলে দেওয়ার দাবি তুলেছে। চন্দ্রশেখরের ব্যাখ্যা, সঙ্ঘের কথায় সরকার চলছে। আর আরএসএস সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে। দলিতদের উপর নির্যাতন চলছে, অথচ সরকারের হেলদোল নেই। দু’দিন আগেই সহারণপুরের প্রায় ১৮০টি দলিত পরিবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। তাদের অভিযোগ, ঠাকুর ও পুলিশ মিলে দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে। গ্রাম ছেড়ে পালাতে হচ্ছে তাদের। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর দলিতদের হাতে কিছু শক্তি বাড়বে বলেই তারা মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement