Gangrape in Bihar

অনুষ্ঠান সেরে ফিরছিলেন, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে স্বামীর সামনেই নর্তকীকে গণধর্ষণ বিহারে, ধৃত দুই

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, একটি অনুষ্ঠান সেরে স্বামীর সঙ্গে ফিরছিলেন। রাস্তা চিনতে না পারায় তিন যুবককে জিজ্ঞাসা করেন কোন দিকে গেলে স্টেশনে যাওয়ার মূল রাস্তা পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৮:১০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারে এক নর্তকীকে তুলে নিয়ে গিয়ে তাঁর স্বামীর সামনে গণধর্ষণের অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে পটনার অদূরে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, একটি অনুষ্ঠান সেরে স্বামীর সঙ্গে ফিরছিলেন। রাস্তা চিনতে না পারায় তিন যুবককে জিজ্ঞাসা করেন কোন দিকে গেলে স্টেশনে যাওয়ার মূল রাস্তা পাবেন। অভিযোগ, তখন তিন যুবক তাঁদের পথ দেখানোর নামে মোটরসাইকেলে তোলেন। তার পর একটি নির্জন জায়গায় নিয়ে যান। অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে নর্তকীর স্বামীকে মারধর করেন। শুধু তা-ই নয়, তাঁর সামনে স্ত্রীকে ধর্ষণ করেন ওই তিন জন।

পুলিশ সূত্রে খবর, শাহপুর ডেরা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দানাপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভানুপ্রতাপ সিংহ বলেন, ‘‘দিঘওয়ারা রেলস্টেশনে যাওয়ার কথা ছিল নর্তকী এবং তাঁর স্বামীর। রাস্তা চিনতে পারছিলেন না। তখন রাস্তায় তিন যুবককে জিজ্ঞাসা করেন। ওই তিন জন তাঁদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। নর্তকীর স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই নর্তকীকে ধর্ষণ করা হয়। তার পর অভিযুক্তেরা পালিয়ে যান।’’

Advertisement

নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জনের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement