হাসপাতাল সফর ডিসি-র

করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিকাঠামো দেখে ক্ষুব্ধ নবনিযুক্ত জেলাশাসক প্রদীপ তালুকদার। মাটিতে প্রসূতিদের দেখে হতবাক তিনি। আগামী কাল হাসপাতাল পরিচালন সমিতির সভা ডেকেছেন। চতুর্থ শ্রেণির কর্মী থেকে চিকিৎসকদের ‘রুটিন’ প্রতি দিন জমা দিতে বলেছেন জেলাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৭
Share:

করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিকাঠামো দেখে ক্ষুব্ধ নবনিযুক্ত জেলাশাসক প্রদীপ তালুকদার। মাটিতে প্রসূতিদের দেখে হতবাক তিনি। আগামী কাল হাসপাতাল পরিচালন সমিতির সভা ডেকেছেন। চতুর্থ শ্রেণির কর্মী থেকে চিকিৎসকদের ‘রুটিন’ প্রতি দিন জমা দিতে বলেছেন জেলাশাসক।

Advertisement

আজ বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান প্রদীপবাবু। বহির্বিভাগ, প্রসূতি বিভাগ, সার্জারি ওয়ার্ড, শিশু বিভাগে ঘোরেন তিনি। ৩-৪ জন প্রসূতিকে মাটিতে শউয়ে থাকতে দেখে ক্ষোভপ্রকাশ করেন প্রদীপবাবু। জেলাশাসককে সামনে পেয়ে অভিযোগের তালিকা তুলে ধরেন রোগীর পরিজনরা। এক মহিলা নালিশ জানান, গত কাল করিমগঞ্জ সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে এলেও বিছানায় ঠাঁই পাননি। ঠাণ্ডার মধ্যে সন্তানসম্ভবা মহিলা মাটিতে শুয়ে রয়েছেন। জেলাশাসক সঙ্গে সঙ্গে প্রসূতিদের জন্য বিছানার ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে জেলাশাসক জানান, করিমগঞ্জ হাসপাতালে অনেক সমস্যা রয়েছে। যেখানে সেখানে পানের পিক, থুথু ফেলা হচ্ছে। নিয়মিত সাফাই হচ্ছে না। এছাড়া প্রসূতি বিভাগে বিছানার সমস্যা রয়েছে। হাসপাতালের দীর্ঘ দিনের সমস্যা মুহূর্তে মিটে যাওয়া সম্ভব নয় বলেও প্রদীপবাবু মন্তব্য করেন। তিনি জানিয়ে দেন— হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীরা কোনও দিন কোথায় মোতায়েন রয়েছেন, সেই তালিকা প্রতিদিন তাঁর কাছে পাঠাতে হবে। মাঝেমধ্যেই তিনি বা অতিরিক্ত জেলাশাসক ওই তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা দেখতে হাসপাতাল পরিদর্শন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement