উদ্ধার চার ভাইবোনের ঝুলন্ত দেহ

দিল্লির বুরারিতে এক বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এ বার ফরিদাবাদের সুরজকুণ্ড থেকে চার ভাইবোনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০২:০৭
Share:

দিল্লির বুরারিতে এক বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। এ বার ফরিদাবাদের সুরজকুণ্ড থেকে চার ভাইবোনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

Advertisement

সুরজকুণ্ড থানার ইনস্পেক্টর বিশাল কুমার জানিয়েছেন, দয়ালবাগ এলাকার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন বছর সাতান্নর মীনা ম্যাথু ও তাঁর দুই বোন নীনা, জয়া এবং ভাই প্রদীপ। আজ সকালে ওই ফ্ল্যাট থেকে পচা গন্ধ বেরনোয় এক কেয়ারটেকার হইচই শুরু করেন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙে। দু’টি ঘরে পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, টাকার অভাবেই আত্মহত্যা করেছেন তাঁরা। বাড়ি থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটেও সেই কথাই লেখা রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই চার ভাইবোনের কেউই বিয়ে করেননি। এক বোনের কিডনির সমস্যা ছিল। নিয়মিত ডায়ালিসিস করাতে হত। শেষ ছ’মাসে ওই চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিবেশীর কাছ থেকে টাকাও নিয়েছেন তাঁরা। এক প্রতিবেশীর বক্তব্য, ‘‘পরিবারের কয়েক জন সদস্য অসুস্থ ছিলেন। কিছু দিন আগে আমি ওঁদের ২৪ হাজার টাকা দিয়েছিলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement