মায়ার সঙ্গে রফা শীঘ্রই: কংগ্রেস

রাজ্যের প্রদেশ কমিটির প্রধান কমলনাথ আজ সাংবাদিকদের জানান, ‘‘আমরা যখন কথা শুরু করেছিলাম বিএসপি নেত্রী মায়াবতী ৫০টি আসন চেয়েছিলেন। এখন কথাবার্তা অনেকটাই যুক্তিসঙ্গত পথে এগোচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
Share:

মায়াবতীর সঙ্গে সমঝোতা শীঘ্রই, দাবি কংগ্রেসের।

অনেকটাই নাগালে চলে এসেছে মায়ার খেলা! আর দশ দিনের মধ্যেই তাঁকে পাশে পাওয়া যাবে— ভোটের মুখে দাঁড়িয়ে এমনটাই আশা করছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের প্রদেশ কমিটির প্রধান কমলনাথ আজ সাংবাদিকদের জানান, ‘‘আমরা যখন কথা শুরু করেছিলাম বিএসপি নেত্রী মায়াবতী ৫০টি আসন চেয়েছিলেন। এখন কথাবার্তা অনেকটাই যুক্তিসঙ্গত পথে এগোচ্ছে। আর দশ দিনে বিএসপির সঙ্গে আমাদের সমঝোতা পাকা হয়ে যাওয়া উচিত।’’ দলীয় সূত্রের বক্তব্য, মায়াবাতী প্রথমে ৫০টি আসনের দাবি করেছিলেন। কংগ্রেস রাজি ছিল ২০টি ছাড়তে। সূত্রের খবর, এখন ২৫টি পর্যন্ত আসন বিএসপিকে ছেড়ে দিতে প্রস্তুত কংগ্রেস।

Advertisement

সর্বশেষ হিসেব বলছে, মধ্যপ্রদেশে মায়ার দখলে রয়েছে ৬.২৯% ভোট। ২০১৩ সালে তাঁর দল রাজ্যের মোট ২৩০টি আসনের মধ্যে ২২৭টিতে লড়ে জিতেছিল ৪টি আসনে। সে সময়ে মোদী হাওয়ার মধ্যেও কংগ্রেস ৩৬.৩৮% ভোট দখলে রেখেছিল, বিজেপির চেয়ে মাত্র ৮% কম। ভোটের মুখে এখন স্বাভাবিক ভাবেই শাসকদলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে, এখন মায়াবতীর ওই দলিত ভোটব্যাঙ্ককে পাশে পেলে বিজেপিকে হারাতে বিশেষ বেগ পেতে হবে না বলে মনে করছে কংগ্রেস। বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও সম্প্রতি নিশানা করেছেন মায়াবতী। বক্তব্য, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কংগ্রেসও সমান দায়ী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন