Rajnath Singh on Operation Sindoor

‘সামান্য ক্ষয়ক্ষতির বিনিময়ে সফল হয়েছে অপারেশন সিঁদুর’! কেন বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ?

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বৃহস্পতিবার বলেন, ‘‘আমাদের পেশাদার এবং প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সামান্য ক্ষয়ক্ষতির বিনিময়ে অভিযান শেষ করেছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৭:৩০
Share:

অপারেশন সিঁদুরে ‘সামান্য ক্ষয়ক্ষতি’, বৃহস্পতিবার একটি আলোচনাসভায় জানালেন রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গি ডেরায় প্রত্যাঘাত করতে গিয়ে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে ভারতের। বৃহস্পতিবার একটি আলোচনাসভায় অপারেশন সিঁদুরের প্রসঙ্গে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

রাজনাথ তাঁর বক্তৃতায় বলেন, ‘‘আমাদের পেশাদার এবং প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সামান্য ক্ষয়ক্ষতির বিনিময়ে অভিযান শেষ করেছে। নির্ভুল লক্ষ্যে আঘাত হেনে যে ভাবে ন’টি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করা হয়েছে, তা অকল্পনীয়।’’ মঙ্গলবার রাতের অভিযানে বহু সন্ত্রাসবাদী হতাহত হয়েছেন দাবি করে রাজনাথের মন্তব্য, ‘‘সেনার জন্য আমাদের গর্ব অনুভব করা উচিত।’’ এর আগে বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠকে শতাধিক পাক সন্ত্রাসবাদীকে নিকেশের দাবি করেছিলেন রাজনাথ।

কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর ‘‘সামান্য ক্ষয়ক্ষতির বিনিময়ে অভিযান শেষে’র মন্তব্য উস্কে দিয়েছে নতুন জল্পনা। কারণ, এখনও পর্যন্ত সরকারি ভাবে অপারেশন সিঁদুরে ‘ক্ষয়ক্ষতি’র কোনও তথ্য জানানো হয়নি। বুধবার সকালে পাক সেনা দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এব‌ং একটি মিগ-২৯ যুদ্ধবিমানের পাশাপাশি হামলাকারী একটি ড্রোনও তারা ধ্বংস করেছে। তবে পাক সেনার তরফে ‘ধ্বংস হওয়া রাফাল’ বলে কয়েকটি ছবি প্রকাশ করা হলেও যাচাই করে দেখা যায় সেগুলি জাল।

Advertisement

রাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ বলেন, ‘‘গত রাতে পাকিস্তানের ছ’টি শহরকে নিশানা করেছিল ভারতের ৮০টি যুদ্ধবিমান। কিন্তু আমরা তৈরিই ছিলাম। পাকিস্তানি সেনা ওদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট (ব্লক) করে দিয়েছিল। ওদের ফিরে যেতে বাধ্য করেছি আমরা। ভারতের পাঁচটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি আমরা। তার মধ্যেই দু’টি রাফাল বিমান কাশ্মীরে ভেঙে পড়েছে। আর একটি ভাতিন্ডায়।’’ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমেও ‘রাফাল ধ্বংসের খবর’ প্রচার করা হয়েছে। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ এখনও সরকারি ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement