রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা। —ফাইল চিত্র।
পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা। সব ম্যাচ অন্যত্র সরিয়ে দিতে বাধ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেই ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের নতুন তারিখ পরে জানানো হবে। পাশাপাশি লিগের বাকি ম্যাচগুলিও রাওয়ালপিন্ডি থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে।
পিএসএলের দুই দল পেশোয়ার জ়ালমি এবং করাচি কিংসের ম্যাচ ছিল বৃহস্পতিবার। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে রাত ৮টা থেকে তা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে। ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে, পিএসএলের যে ক’টি ম্যাচ বাকি আছে, তা করাচি স্টেডিয়ামে হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের ড্রোন হামলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।
শুধু রাওয়ালপিন্ডি নয়, পিএসএলের সব ম্যাচই করাচিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত। পাকিস্তানের অন্য শহরগুলির চেয়ে করাচিকে তুলনামূলক নিরাপদ বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রণরেখার কাছে যে সীমান্ত সংলগ্ন অঞ্চলে সংঘর্ষ চলছে, করাচি তা থেকে অনেকটা দূরে।
বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
পাকিস্তানের বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার ভারত থেকে ড্রোন হামলা হয়েছে বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই পাকিস্তানি সেনার মুখপাত্র আহমেদ শরিফ চৌধরির বক্তব্য প্রকাশ করেছে। তিনি জানিয়েছেন, লাহৌর, গুজরানওয়ালা, বাহওয়ালপুর, রাওয়ালপিন্ডির মতো শহরে ভারতের ড্রোন ধ্বংস করা হয়েছে। এ বার উত্তেজনার আঁচ লাগল ক্রিকেটেও।