Misbehave With Patient

ডেঙ্গি আক্রান্ত রোগীকে হেনস্থা হাসপাতালের কর্মীর, উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে হুলস্থুল

রোগীর পরিবারের অভিযোগ, তরুণী ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় খুবই দুর্বল। রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময় হাসপাতালের এক কর্মী তাঁর বিছানার সামনে এসে অভব্য আচরণ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১১:৫৯
Share:

প্রতীকী ছবি।

ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক তরুণীকে। সেই হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে ওই রোগীকে হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে।

Advertisement

রোগীর পরিবারের অভিযোগ, তরুণী ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় খুবই দুর্বল। রাতে ঘুমোচ্ছিলেন। সেই সময় হাসপাতালের এক কর্মী তাঁর বিছানার সামনে এসে অভব্য আচরণ করেন। তরুণী টের পেতেই ওই কর্মী পালিয়ে যান। যদিও তরুণীর পরিবারের অভিযোগকে খারিজ করেছেন ওই কর্মী। বিষয়টি নিয়ে হুলস্থুল পড়ে যেতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

তরুণীর পরিবার হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শোয়েব। মাস দুয়েক আগে হাসপাতালের কাজে যোগ দিয়েছেন। তরুণীর পরিবারের দাবি, হাসপাতালের কর্মীর গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ বিষয়টির সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। অভিযুক্ত কর্মীকে আটক করে জেরাও চলছে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক।

Advertisement

তদন্তকারী আধিকারিক হেমন্ত কুমার জানিয়েছেন, হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তরুণীর পরিবার অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। হাসপাতালে রোগীকে হেনস্থার খবর চাউর হতেই অন্যান্য রোগীর আত্মীয়রা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement