— প্রতীকী চিত্র।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে সাম্প্রদায়িক হিংসার মোকাবিলা শক্ত হাতে করা উচিত বলে ফের সতর্ক করল নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল ‘বিশ্বাসযোগ্য’ হওয়া প্রয়োজন বলেও আজ বিদেশ মন্ত্রক মন্তব্য করল।
বাংলাদেশে চলতি সপ্তাহেও হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটেছে। আজ নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেছেন, ‘‘আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে লাগাতার উদ্বেগজনক হামলার ঘটনা দেখছি। তাঁদের বাড়ি, রুটিরুজির উপরেও চরমপন্থীরা হামলা করছে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুততার সঙ্গে শক্ত হাতে মোকাবিলা করা উচিত। চিন্তাজনক প্রবণতা হল, এই ধরনের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কারণ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে হামলার ষড়যন্ত্রকারীদের মনোবল বাড়বে। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার অভাব গভীর হবে।’’
এর আগে নয়াদিল্লি একাধিক বার বলেছে, বাংলাদেশের নির্বাচনে সব দলের অংশগ্রহণ জরুরি। কিন্তু বাংলাদেশে আওয়ামি লিগকে মাঠের বাইরে রেখেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আজ ফের মনে করান, নির্বাচনের ফলাফল বিশ্বাসযোগ্য হওয়া প্রয়োজন।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে। পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাংলাদেশ করছে বলে সে দেশের সংবাদমাধ্যমে খবর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ের দিকে নয়াদিল্লি নজর রাখছে।’’ ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি উড়ান চালু হতে চলেছে। বিমান বাংলাদেশের সেই বিমান ভারতের উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না, সে প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল চুক্তির প্রেক্ষিতে বিষয়টি দেখা হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে