SpiceJet

মাঝ-আকাশে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, পুণেতে ফিরে এল দিল্লিগামী স্পাইসজেটের বিমান

গত কয়েক মাসে স্পাইসজেটের বেশ কয়েকটি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা নজরে এসেছে। কখনও মাঝ-আকাশে জানলার ফ্রেম খুলে গিয়েছে, আবার কখনও বিমানের লাগেজ দরজার আলোয় সমস্যা দেখা দিয়েছে। সেই তালিকায় সংযোজন হল সোমবারের ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮
Share:

যান্ত্রিক ত্রুটির কারণে পুণে ফিরল স্পাইসজেটের দিল্লিগামী বিমান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পুণে থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েও মাঝ-আকাশেই ‘ইউটার্ন’ নিতে হয় স্পাইসজেটের একটি বিমানকে। ওড়ার কিছু ক্ষণ পরেই দিল্লিগামী ওই বিমানে যান্ত্রিক ত্রুটি লক্ষ করেন পাইলট। তৎক্ষণাৎ কোনও ঝুঁকি না নিয়ে আবার পুণে ফিরিয়ে আনেন বিমানটি। সোমবার পুণে-দিল্লি স্পাইসজেটের ওই বিমানকে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করাতে হয়।

Advertisement

জানা গিয়েছে, স্পাইসজেটের এসজি৯৩৭ বিমানটি নির্ধারিত সময়ের ৪০ মিনিট দেরিতে পুণে থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। তবে ওড়ার কয়েক মিনিট পরে ওই বিমানের ‘ফ্ল্যাপ ট্রানজিট’ আলোয় সমস্যা লক্ষ্য করেন বিমানকর্মীরা। বিষয়টি জানান পাইলটকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই বিমানটি আবার পুণেতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। স্পাইসজেটের তরফে বিষয়টির কথা স্বীকার করে নিয়ে বিবৃতি দেওয়া হয়। জানানো হয়েছে, বিমানটি ফিরিয়ে এনে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করেন সংশ্লিষ্ট কর্মীরা। ওই বিমানের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেয় স্পাইসজেট।

গত কয়েক মাসে স্পাইসজেটের বেশ কয়েকটি বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা নজরে এসেছে। কখনও মাঝ-আকাশে জানলার ফ্রেম খুলে গিয়েছে, আবার কখনও বিমানের লাগেজ দরজার আলোয় সমস্যা দেখা দিয়েছে। এমন নানা কারণে প্রশ্নের মুখে পড়েছেন স্পাইসজেট কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement