Brij Bhushan Singh

পকসো থেকে রেহাই পেলেন ব্রিজভূষণ! অভিযোগকারিণী আপত্তি তোলেনি পুলিশের রিপোর্টে, মেনে নিল আদালতও

খানিক স্বস্তিতে বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। দিল্লি পুলিশের রিপোর্টের ভিত্তিতে পকসো মামলা থেকে তাঁকে রেহাই দিল দিল্লির আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ২০:২৪
Share:

ব্রিজভূষণ শরণ সিংহ। —ফাইল ছবি।

খানিক স্বস্তিতে বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ। দিল্লি পুলিশের রিপোর্টের ভিত্তিতে পকসো মামলা থেকে তাঁকে রেহাই দিল দিল্লির আদালত। সোমবার দিল্লির পটিয়ালা হাউস কোর্ট ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো মামলা বন্ধ করেছে। দিল্লি পুলিশ যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

Advertisement

গত লোকসভা ভোটের আগে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। সেই সময়ে তাঁর বিরুদ্ধে দিল্লির আদালতে যৌন নিগ্রহের মামলা হয়।

ব্রিজভূষণের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে চার্জশিট দেওয়ার সময়েই পকসো মামলাটি বাতিলের আর্জি জানিয়ে আদালতে রিপোর্ট জমা দেয় পুলিশ। এ বিষয়ে অভিযোগকারিণী নাবালিকা এবং তার পিতাকে নোটিস দেয় আদালত। তাঁদের জবাব জানতে চাওয়া হয়। ২০২৩ সালের অগস্ট মাসে আদালতে তাঁরা সশরীরে হাজিরা দেন। সেখানে তাঁরা জানান যে, পুলিশের রিপোর্টে তাঁদের আপত্তি নেই। তার ভিত্তিতেই ব্রিজভূষণকে পকসো মামলা থেকে রেহাই দিয়েছে আদালত।

Advertisement

প্রসঙ্গত, চলতি বছরের ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। দায়িত্ব দেওয়া হয়েছিল সঞ্জয় সিংহকে। ঘটনাচক্রে, তিনি ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement